দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সংগৃহিত
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের একটি ডাইং কারখানায় বিস্ফোরণে অন্তত ছয় জন দগ্ধ হওয়ার খবর এসেছে।
রোববার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনায় দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন।
তবে ওই কারখানার নাম ও কিভাবে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি।
শাওন বিন রহমান বলেন, “দগ্ধ ছয়জনের ড্রেসিং চলছে। তাদের শরীরেরকি পরিমাণ পুড়েছে তা পরে জানানো হবে।”
