“বাসের সিটের নিচে ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় গাঁজার প্যাকেটগুলো লুকানো ছিল।”
হতে সংগৃহিত
নাটোরে সদরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোর সাড়ে ৫টার উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া নারায়নপাড়া এলাকায় ‘আরপি ট্রাভেলস’ বাসে এ তল্লাশি চালানো হয় বলে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- চাপাইনবাবগঞ্জের রাজমপুর নিমগাছীর মিন্টু রহমানের ছেলে ২৬ বছর বয়সী সেলিম আহমেদ এবং শিবগঞ্জের মনাকষা এলাকার মো. সাদেকুল ইসলামের ছেলে ২২ বছর বয়সী মো. জুবায়ের ইসলাম অরফে আশিক।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, “কুমিল্লা থেকে রাজশাহীগামী আরপি ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
“বাসের সিটের নিচে ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় গাঁজার প্যাকেটগুলো লুকানো ছিল।”
এ সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে জানান এ পুলিশ কর্মকর্তা।