পুলিশ এসে রেলওয়ের মিস্ত্রীদের দিয়ে শেকলটি কেটে ফেলেন, বলছেন প্রত্যক্ষদর্শীরা।
Published : 04 Aug 2025, 10:26 AM
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশনে রেললাইনে তালাবদ্ধ শেকল বাঁধা দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা কেটে ফেলে।
রোববার রাত ১১টার দিকে উৃপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে নলডাঙ্গা থানার ওসি, মো. রফিকুল ইসলাম জানান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, রোববার রাত ১১টার দিকে মাধনগর রেল স্টেশনের দক্ষিণ পাশের রেললাইনে তালাবদ্ধ শেকল পেঁচানো অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশ এবং রেলওয়ের লোকজনকে খবর দেন। পরে পুলিশ এসে রেলওয়ের মিস্ত্রীদের দিয়ে শেকলটি কেটে ফেলেন।
ওসি রফিকুল ইসলাম বলেন, কে বা কারা পরিকল্পিতভাবে রেললাইনে শেকলবদ্ধ তালা পেঁচিয়ে এই কাজটি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, “যারাই কাজটি করেছে, অসৎ উদ্দেশ্যেই করেছে। জানমালের ক্ষতি করার জন্যই করেছে।”