প্রায় প্রিমিয়াম স্মার্টফোনের সমান দামে এই হিউম্যানয়েড রোবটটি কিনতে পারবেন গ্রাহকরা, যেটি তৈরি হয়েছে ভোক্তা ও শিক্ষামূলক ব্যবহারের জন্য।
সংগৃহিত
নাচতে পারে এমন এক হিউম্যানয়েড রোবট তৈরি করেছে চীনের নতুন একটি কোম্পানি।
প্রায় প্রিমিয়াম স্মার্টফোনের সমান দামে এই হিউম্যানয়েড রোবটটি কিনতে পারবেন গ্রাহকরা, যেটি ভোক্তা ও শিক্ষামূলক ব্যবহারের জন্য তৈরি হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
‘বুমি’ নামের রোবটটি তৈরি করেছে চীনের বেইজিংভিত্তিক স্টার্টআপ ‘নোয়েটিক্স রোবোটিক্স’। এর দাম প্রায় ১০ হাজার ইউয়ান বা ১ হাজার ৪০০ ডলার।
উচ্চমানের রোবটের তুলনায় সাশ্রয়ী মূল্যের ‘বুমি’ রোবট উচ্চতায় প্রায় তিন ফুট এবং এর ওজন ২৬ পাউন্ড। তবে উৎপাদন কারখানা বা গবেষণাগারে ব্যবহৃত হবে না এই রোবট। কারণ প্রাথমিক ডেমোতে দেখানো হয়েছে, রোবটটি কেবল হাঁটে ও নাচতে পারে।
টেকনোড প্রতিবেদনে লিখেছে, বুমিতে রয়েছে একটি প্রোগ্রামিং ইন্টারফেইস, যা ব্যবহারকারীদের শিক্ষামূলক বা সৃজনশীল কাজের সুযোগ দেবে। এ বছরের শেষ দিকে বুমির প্রি-অর্ডার নেওয়ার পরিকল্পনা করছে নোয়েটিক্স।
বুমি তৈরির আগে বিশ্বের প্রথম রোবটের হাফ-ম্যারাথনে অংশ নিয়ে নিজেদের সক্ষমতা দেখিয়েছিল কোম্পানিটি। তাদের ‘এন২’ মডেলের চারটি রোবটের মধ্যে একটি রোবট হাফ-ম্যারাথনে অংশ নিয়ে এ প্রতিযোগিতা শেষ করেছিল।
এ বছরের শুরুতে ‘আর১’ নামের রোবট দেখিয়েছিল আরেক চীনা কোম্পানি ‘ইউনিট্রি’, যার শুরু দাম ৫ হাজার ৯০০ ডলার থেকে, যেটি নানা জটিল কাজ করতে পারে। তবে সাশ্রয়ী দামের দিক থেকে ‘আর১’কেও ছাড়িয়ে গিয়েছে বুমি।
বুমি নতুন সাশ্রয়ী দামের নজির তৈরি করলেও নোয়েটিক্স ও ইউনিট্রি উভয় কোম্পানির রোবটই টেসলার অপটিমাস রোবটের দামের তুলনায় অনেক সাশ্রয়ী। ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলা’র তৈরি এ রোবটের দাম ২০ হাজার ডলার।