এর আগে কখনও আপডেট পায়নি অ্যাপলের ভিশন প্রো হেডসেট। এবারই প্রথম হেডসেটটি আপডেট করেছে অ্যাপল। তিনটি ডিভাইসেই নতুন ‘এম৫’ চিপ ব্যবহার করেছে কোম্পানিটি।
হতে সংগৃহিত
নতুন আইপ্যাড ও ম্যাকবুক প্রো’সহ ভিশন প্রো হেডসেটের উন্নত সংস্করণ বাজারে আনছে অ্যাপল।
তিনটি ডিভাইসেই অ্যাপলের নতুন ‘এম৫’ চিপ ব্যবহার করেছে আইফোন নির্মাতা কোম্পানিটি।
অ্যাপল বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত কাজের পারফরমেন্স উন্নত করার জন্য বিশেষভাবে তৈরি এই নতুন চিপ বিভিন্ন ডিভাইসকে আরও স্মার্ট ও শক্তিশালী করে তুলবে।
এর আগে কখনও আপডেট পায়নি অ্যাপলের ভিশন প্রো হেডসেট। এবারই প্রথম হেডসেটটি আপডেট করছে অ্যাপল। কোম্পানিটি এ অগমেন্টেড রিয়ালিটি বা এআর হেডসেটটি প্রথম বাজারে আনার ঘোষণা দিয়েছিল ২০২৩ সালের গ্রীষ্মে। গত বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রথম বাজারে আসে হেডসেটটি।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, হেডসেটটির নতুন আপডেটে ‘এম২’ চিপের জায়গায় নতুন এম৫ চিপ ব্যবহার করেছে অ্যাপল। ফলে, বিভিন্ন অ্যাপের পারফরমেন্স বা গতি ও কার্যসক্ষমতা আরও ভালো এবং গ্রাফিক্স বা ছবির মান উন্নত হবে।
নতুন আপডেটের মাধ্যমে হেডসেটের ক্যামেরা ও ডিসপ্লের মাধ্যমে দেখা বাস্তব দুনিয়ার ছবিও আগের চেয়ে আরও স্পষ্ট ও বাস্তবসম্মতভাবে দেখা যাবে।
এবারই প্রথম হেডসেটটির আপডেট এল। ছবি: অ্যাপল
নতুন চিপের পাশাপাশি অ্যাপল বলেছে, হেডসেটটির সঙ্গে নতুন একটি ব্যান্ডও দেবে তারা। ‘ডুয়াল নিট’ নামের নতুন ব্যান্ডটি আগের ব্যান্ডের তুলনায় আরও আরামদায়কভাবে মাথায় মানিয়ে যাবে।
একই এম৫ চিপ এখন থাকবে ১৪-ইঞ্চি ম্যাকবুক প্রো ও নতুন আইপ্যাড প্রোতেও।
অ্যাপল বলেছে, এ চিপের এআই পারফরম্যান্স আগের চেয়ে অনেক উন্নত। আগের এম৫ চিপের চেয়ে প্রায় সাড়ে তিন গুণ দ্রুত ও সক্ষমভাবে কাজ করতে পারে এই নতুন চিপ।
১৪ ইঞ্চি এম৫ ম্যাকবুক প্রো এখন প্রি-অর্ডার করা যাচ্ছে। এর দাম শুরু হচ্ছে ১ হাজার ৫৯৯ ডলার থেকে, যার মধ্যে রয়েছে ১৬জিবি মেমোরি ও ৫১২জিবি স্টোরেজ। এর সর্বোচ্চ সক্ষমতা হতে পারে ৩২জিবি র্যাম ও ৮টিবি স্টোরেজ।
১৬-ইঞ্চি এম৫ ম্যাকবুক প্রো-এর দাম ২ হাজার ৪৯৯ ডলার। এর বিক্রি শুরু হবে অক্টোবর ২২ থেকে।
