এবারের দীপিবলীতে ভক্তদের চমক দিয়েছেন ভারতের হিন্দি সিনেমার অভিনয়শিল্পী দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রাণবীর সিং। উৎসবের আবহে প্রথমবার মেয়ের মুখ দেখিয়েছেন তারা। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুয়া পাড়ুকোন সিংকে সঙ্গে নিয়ে তোলা পাঁচটি ছবি পোস্ট করেছেন দীপিকা ও রাণবীর। যেসব ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
সংগৃহিত
দীপিকার সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। মা-মেয়ে দুজনের পরনেই লাল রঙের জমকালো জামা। আর রাণবীর পরেন সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানি।
ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘দীপাবলীর শুভেচ্ছা’।
২০১৮ সালে বিয়ের পর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা-রাণবীরের সংসারে আসে দুয়া। মেয়ের জন্মের পর থেকে সিনেমায় কাজ কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
মেয়ের যত্নের জন্য পৃথিবীর অন্য সব কাজ ছেড়ে দিতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছিলেন রাণবীর সিং।
