বিগত সরকারের সময় বিভিন্ন ইউনিটে কর্মরত এসব কর্মকর্তাকে গত অগাস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর ওএসডি করে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছিল।
নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার পর পুলিশের উচ্চ পদে ফের বড় রদবদল এনেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে, যারা এতদিন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অবস্থায় ছিলেন।
তাদের মধ্যে ১০ ডিআইজি, ৪৬ জন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার থেকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১২ জন এবং ৭ জন পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা রয়েছেন।
বিগত সরকারের সময় বিভিন্ন ইউনিটে কর্মরত এসব কর্মকর্তাকে গত অগাস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর ওএসডি করে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছিল।
ডিআইজির মধ্যে শাহ্ মিজান শাফিউর রহমান ও নুরুল ইসলামকে রংপুর রেঞ্জে; মিরাজ উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান, ইলিয়াস শরীফকে সিলেট রেঞ্জে; জাকির হোসেন খান, মোহাম্মদ শাহ আবিদ হোসেন, জিহাদুল কবিরকে চট্টগ্রাম রেঞ্জে; মাহবুবুর রহমানকে খুলনা রেঞ্জে; মঈনুল হক ও মোস্তাক আহমেদ খানকে সারদায় বদলি করা হয়েছে।
গত বছরের জুলাই আন্দোলন ঠেকাতে পুলিশ বাহিনীর ভূমিকা ব্যাপকভাবে সমালোচিত হয়। ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনতার রোষানলে পড়ে পুলিশ। বহু থানায় হামলা চালিয়ে সেসময় আগুন দেওয়া হয়। বহু পুলিশ সদস্য সে সময় নিহত হন।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হয়। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা চাকরি হারান। ওএসডি করে বহু কর্মকর্তাকে বসিয়ে রাখা হয়।
তাদেরই একটি অংশ এখন আবার দায়িত্বে ফিরছেন।