দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরাঞ্চলের ছয়টি, মধ্যাঞ্চলের আটটি, উত্তরপূর্বাঞ্চলের চারটি এবং পূর্বাঞ্চলের একটি প্রদেশ বন্যায় আক্রান্ত হয়েছে।

হতে সংগৃহিত
থাইল্যান্ডে টানা কয়েকদিনের ভারি বৃষ্টিতে নদীর পানি উপচে দেখা দেওয়া বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমণ পরিষেবার কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় ব্যাংকক বাদে ১৯ প্রদেশের তিন লাখ ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশগুলোর মধ্যে উত্তরাদিত ও ব্যাংককের উত্তর দিকে অবস্থিত আয়ুথায়ার অবস্থা বেশি খারাপ।
কর্তৃপক্ক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা দলগুলো খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করছে।
দুর্যোগ প্রতিরোধ ও প্রশমণ পরিষেবার জানিয়েছে, ব্যাপক বৃষ্টিপাতের কারণে নদীর পানি বাড়তে থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে, পরিস্থিতি মোকাবেলায় সোমবার জরুরি ত্রাণ তৎপরতা শুরু করার নির্দেশ দেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।

থাইল্যান্ডে টানা কয়েকদিনের ভারি বৃষ্টিতে নদীর পানি উপচে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ছবি: ব্যাংকক পোস্ট
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরাঞ্চলের ছয়টি, মধ্যাঞ্চলের আটটি, উত্তরপূর্বাঞ্চলের চারটি এবং পূর্বাঞ্চলের একটি প্রদেশ বন্যায় আক্রান্ত হয়েছে।
থাই প্রধানমন্ত্রী অনুতিন বলেন, বন্যাদুর্গতদের কাছে সহায়তা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পাশাপাশি নতুন করে বৃষ্টিপাতের আভাস থাকায় পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
“দেশের বহু প্রদেশে বন্যা, ঝড় আর ভূমিধসের মতো দুর্যোগ দেখা দিয়েছে—এতে প্রাণহানি ঘটেছে, সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে,” সোমবার এক টাস্কফোর্স বৈঠকে বলেন তিনি।
গত বছর মৌসুমি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে থাইল্যান্ডে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছিল।
ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন্ত মঙ্গলবার জানিয়েছেন, নগরীটি এবার ২০১১ সালের মতো মারাত্মক বন্যার মুখোমুখি হয়নি।