মানব মিত্রের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ।
Published : 20 Aug 2025
সংগৃহীত
ত্রিভুজ প্রেমের গল্পে দেখা যাবে টেলিফিল্ম ‘শেষ ভালোবাসা’।
মানব মিত্রের রচনায় এটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ।
বুধবার চ্যানেল আইয়ে বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানিয়া বৃষ্টি, কেয়া পায়েলসহ অনেকে।

টেলিফিল্ম ‘শেষ ভালোবাসা’। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।
টেলিফিল্মে দেখা যাবে, বাকপ্রতিবন্ধী তরুণী বৃষ্টিদের বাসায় ভাড়া থাকেন জোভান ও তার মা।
মা-ছেলের সংসারে নানা বিপদ-সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় বৃষ্টির পরিবার। এক সময় বৃষ্টির সঙ্গে বিয়ে ঠিক হয় জোভানের। কিন্তু পায়েল নামের এক তরুণীর সঙ্গে জোভানের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।
বিয়ের আগে বৃষ্টিকে পায়েলের কথা জানায় জোভান। তখন বৃষ্টি তার সঙ্গে জোভানের বিয়েতে আপত্তি জানায়। এভাবেই মোড় নেয় টেলিফিল্মের কাহিনী।
টেলিফিল্ম নিয়ে পরিচালক মুরসালিন শুভ গ্লিটজকে বলেন, “না পাওয়ার আক্ষেপ, সম্পর্কের প্রতি সততা দেখা যাবে এই নাটকে। নাটকে তিন সম্পর্কের পরিণতি দেখবেন দর্শকরা।
“বাকপ্রতিবন্ধী চরিত্রে তানিয়া বৃষ্টি ভালো অভিনয় করেছেন, সব অভিনয়শিল্পীই বেশ ভালো কাজ করেছেন। ”