ট্রুথ স্যোশালে টাইম ম্যাগাজিনে ছাপা ছবি নিয়ে ক্ষোভে ঝেড়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, তারা আমাকে নিয়ে মোটামুটি ভাল প্রতিবেদন লিখেছে। কিন্তু প্রচ্ছদের ছবিটা সর্বকালের সবচেয়ে বাজে।
হতে সংগ্রহীত
টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের ছবি দেখে ক্ষেপেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। ছবিটিকে ‘এযাবৎকালের সবচেয়ে বাজে’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘তারা আমার চুল গায়েব করে দিয়েছে’।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ছবি নিয়ে ক্ষোভে ঝাড়েন ট্রাম্প। তিনি লিখেছেন, “টাইম ম্যাগাজিন আমাকে নিয়ে মোটামুটি ভাল প্রতিবেদন লিখেছে। কিন্তু প্রচ্ছদের ছবিটা সর্বকালের সবচেয়ে বাজে।
“তারা আমার চুল নাই করে দিয়েছে। আর মাথার ওপর ভাসন্ত কিছু একটা বসিয়েছে, যা দেখে মনে হচ্ছে ভাসমান কোনও মুকুট। কিন্তু এটি অনেক ছোট। খুবই বিদঘুটে! নিচের অ্যাঙ্গেল থেকে ছবি তোলা আমার কখনওই পছন্দ ছিল না।
কিন্তু এই ছবিটা অনেক বেশি খারাপ। এটা নিয়ে হাঁকডাক করতেই হয়। তারা (টাইম ম্যাগাজিন) কি করছে? কেন করছে?”
এর আগে গত ফেব্রুয়ারিতেও টাইম ম্যাগাজিনকে নিয়ে কটাক্ষ করেছিলেন ট্রাম্প।
সে সময় প্রকাশিত সংখ্যায় হোয়াইট হাউজের ওভাল অফিসের রেজোলিউট ডেস্কে বসা সরকারি দক্ষতা অফিসের প্রধান ধনকুবের ইলন মাস্কের একটি ছবি ছেপেছিল টাইম ম্যাগাজিন।
তখন ট্রাম্প বলেছিলেন, ‘টাইম ম্যাগাজিন এখনও টিকে আছে? আমি সেটা জানতামও না।”
ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়,টাইম ম্যাগাজিনের নতুন সংখ্যার শিরোনাম ‘হিজ ট্রায়াম্ফ’ বা ‘তার বিজয়’। এ লেখা প্রকাশিত হয়েছে এমন সময়ে, যখন ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি করার কৃতিত্ব দেওয়া হচ্ছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধ অবসানে এই চুক্তি করার কৃতিত্ব দিয়ে তার সম্পর্কে প্রতিবেদন ছাপিয়েছে টাইম ম্যাগাজিন।
