শিকাগোতে কর্মরত আইসিই কর্মীদের ‘ব্যক্তিগত তথ্য ফাঁস ও তাদের লক্ষ্যবস্তু বানানো’র কাজে ব্যবহৃত হচ্ছিল গ্রুপটি।
হতে সংগৃহিত
অ্যাপলের পর এবার মার্কিন বিচার বিভাগের চাপের কারণে ফেইসবুক থেকে আইসিই এজেন্টদের ট্র্যাক করা একটি গ্রুপ সরিয়ে দিয়েছে মেটা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক এক্স পোস্টে মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি লিখেছেন, কোম্পানিটির একটি গ্রুপ সরিয়ে দেওয়ার জন্য ফেইসবুকের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
তার দাবি অনুসারে, শিকাগোতে কর্মরত যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ বা আইসিই কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা ও তাদের লক্ষ্যবস্তু বানানোর কাজে ব্যবহৃত হচ্ছিল ফেইসবুকের ওই গ্রুপটি।
এ বিষয়ে মেটার একজন প্রতিনিধি বলেছেন, “গ্রুপটি আমাদের ‘সমন্বিত বা কো অর্ডিনেট হার্ম’ সংক্রান্ত নীতিমালা ভঙ্গ করেছিল। এ কারণে গ্রপটি সরিয়ে দিয়েছি আমরা।”
তবে গ্রুপটি সরিয়ে দেওয়ার পেছনে মার্কিন বিচার বিভাগ সত্যিই জড়িত রয়েছে কি না তা নিশ্চিত করেননি মেটার ওই মুখপাত্র।
এর আগে, মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের একজন বিচারক রায় দিয়েছিলেন, আন্ডারকভার বা গোপন অভিযানে নেই, এমন সব আইসিই কর্মকর্তাকে শিকাগোল্যান্ড এলাকায় কাজের সময় নিজেদের আইডি পরতে হবে। তবে বাস্তবে অনেক কর্মকর্তা সেই নিয়ম মানছেন না বলে অভিযোগ উঠেছে।
এনগ্যাজেট লিখেছে, সম্প্রতি শিকাগোতে মুখ ঢাকা অবস্থায়, নামফলক ছাড়া, এমনকি নম্বর ছাড়া গাড়িতেও চলাফেরা করতে দেখা গিয়েছে ইমিগ্রেশন বা আইসিই সংস্থার কর্মকর্তাদের।
অন্যান্য প্রযুক্তি কোম্পানিকেও এমন ধরনের কনটেন্ট সরাতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, যেগুলো বর্তমান প্রশাসনের ইমিগ্রেশন নীতি ও কার্যক্রমের সমালোচক বলে বিবেচনা করছে প্রশাসন।
এ মাসের শুরুতে একই ধরনের চাপের পর ‘আইসিইব্লক’ নামের অ্যাপটি নিজেদের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছে অ্যাপল। এ অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা ইমিগ্রেশন এজেন্টদের চলাচল ট্র্যাক করতে পারতেন।