র্যাব বলছে, তারা রাজশাহী আন্তঃজেলা মাদকচক্রের সক্রিয় সদস্য।
রাজশাহীর পুঠিয়ায় অভিনব কায়দায় পিকআপ ভ্যানে লুকিয়ে বহন করা ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।
র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার বিড়ালদহ মাজার এলাকার নাটোর-রাজশাহী মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন- পিকআপ ভ্যানের চালক ব্রাহ্মণবাড়িয়া জেলার শেখ ফয়সাল মিয়া (২৬) ও তার সহযোগী আলম (২৫)।
র্যাব বলছে, তারা আন্তঃজেলা মাদকচক্রের সক্রিয় সদস্য এবং পিকআপ ভ্যানে করে বিভিন্ন জেলায় মাদক পরিবহন করে।
মেজর আসিফ আল-রাজেক বলেন, গোপন সংবাদে তাদের একটি দল হবিগঞ্জ থেকে রাজশাহীমুখী একটি পিকআপ ভ্যানকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। পরে বিড়ালদহে চেকপোস্ট বসিয়ে গাড়িটি আটক করা হয়।
এরপর পিকআপ ভ্যানে তল্লাশি করে চালকের সিটের নিচে অতিরিক্ত লোহার পাত দিয়ে তৈরি গোপন চেম্বার থেকে ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান মেজর আসিফ।
