রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহীর পবা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষক আহত হয়েছেন বলে পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান।
নিহত শিব শংকর রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক।
আর আহত দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা বলছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হয়েছিলেন তারা। পথে তাদের মোটরসাইকেলকে একটি বালু বোঝাই ট্রাক ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অধ্যাপক শিব শংকরকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও মেডিকেল অফিসার শংকর কে বিশ্বস বলেন, “হাসপাতালের আনার আগেই অধ্যাপক শিব শংকর রায় মারা যান। আর অধ্যাপক আসাদুজ্জামানকে প্রথমে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
“সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।’’
এদিকে অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুর খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাবির উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান লেখেন, “সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেলেন অধ্যাপক শিব শংকর রায়। স্যারের আত্মার শান্তি কামনা করছি।
“অপরজন অধ্যাপক আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত, বর্তমানে রামেকে চিকিৎসাধীন।”
ওসি মনিরুল ইসলাম বলেন, “তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন। নওহাটা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।”
