এই ব্যাটারির উৎপাদন হবে এলজি এনার্জি সলিউশনের যুক্তরাষ্ট্রভিত্তিক কারখানায়, তবে তা টেসলার গাড়িতে ব্যবহারের জন্য নয়।
Published : 30 Jul 2025, 07:18 PM
বিদ্যুচ্চালিত গাড়ি কোম্পানি টেসলার জন্য ব্যাটারি তৈরি করবে দক্ষিণ কোরিয়ার ব্যাটারি উৎপাদক কোম্পানি এলজি এনার্জি। এ নিয়ে কোম্পানি দুটি সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চারশ ৩০ কোটি ডলারের ওই চুক্তির অধীনে টেসলাকে লিথিয়াম আয়রন ফসফেট বা এলএফপি জাতীয় ব্যাটারি সরবরাহ করবে এলজি। আমদানি শুল্ক নিয়ে জটিলতার মধ্যে চীনের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে মার্কিন এই গাড়ি নির্মাতা কোরিয়ার এলজির দিকে ঝুঁকছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এ বিষয়ে এক সূত্র ব্লুমবার্গকে বলেন, “এই ব্যাটারির উৎপাদন হবে এলজি এনার্জি সলিউশনের যুক্তরাষ্ট্রভিত্তিক কারখানায়, তবে তা টেসলার গাড়িতে ব্যবহারের জন্য নয়। এগুলো ব্যবহৃত হবে এনার্জি স্টোরেজ সিস্টেমে।”
তবে, ওই ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি।
চলতি মাসে দক্ষিণ কোরিয়ায় এটি টেসলার দ্বিতীয় বড় কোনো চুক্তি। এর আগে স্যামসাংয়ের সঙ্গে এআই সেমিকন্ডাক্টরের জন্য এক হাজার ছয়শ ৫০ কোটি ডলারের চুক্তি করেছে টেসলা।
এলজি এনার্জির জন্য এ চুক্তিটি যুক্তরাষ্ট্রের বাজারে তাদের অবস্থান পোক্ত করার এক বড় সুযোগ। কোম্পানিটি এরইমধ্যে জেনারেল মোটর্সের সঙ্গে যৌথ উদ্যোগে টেনেসি অঙ্গরাজ্যে ব্যাটারি উৎপাদন কারখানায় এলএফপি ব্যাটারির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে।
এলজি এর আগে কোরিয়ার কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া এক নথিতে উল্লেখ করেছে, তারা পাচঁ লাখ ৯০ হাজার কোটি ওন মূল্যের একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী ২০২৭ এর অগাস্ট থেকে শুরু করে তিন বছরের জন্য কোম্পানিটি বিদেশী ক্রেতার জন্য এলএফপি ব্যাটারি সরবরাহ করবে। তবে ওই ফাইলিংয়ে গ্রাহকের নাম বা পণ্যগুলো কীভাবে ব্যবহার করা হবে এ বিষয়ে কোনো তথ্য ছিল না।
চুক্তির গোপনীয়তার কারণ দেখিয়ে এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে এলজি। এদিকে টেসলাও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
বুধবার এলজি এনার্জির শেয়ারের দাম দিনের মধ্যে দুই দশমিক চার শতাংশ কমে গিয়েছে। এর কারণ হিসাবে, বিনিয়োগকারীরা আগের মুনাফা তুলতে শেয়ার বিক্রি শুরু করেন বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। যদিও পরে মূল্য কিছুটা বেড়েছে।
নথিতে এলজি এনার্জি বলছে, গ্রাহকের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদের এই চুক্তির মধ্যে সরবরাহের সময়সীমা সর্বোচ্চ সাত বছর পর্যন্ত এবং মোট ব্যাটারি সরবরাহের পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে।
দক্ষিণ কোরিয়ার ব্যাটারি নির্মাতারা চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এলএফপি ব্যাটারি উৎপাদনের দৌড়ে নেমেছে। এই ব্যাটারিগুলো তুলনামূলক সস্তা ও ঠান্ডা আবহাওয়ায় বাড়তি চার্জ ধরে রাখতে পারে। এলজি এনার্জি গত মে মাসে মিশিগান কারখানায় নিজেদের এলএফপি ব্যাটারির উৎপাদন শুরু করেছে।
অন্যদিকে স্যামসাং সোমবার ঘোষণা দিয়েছে তারা টেসলার সঙ্গে ২২ লাখ ৮০ হাজার কোটি ওন মূল্যের চিপ উৎপাদন চুক্তি করেছে যা ২০৩৩ সাল পর্যন্ত বহাল থাকবে।