তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
সংগৃহিত
ঝিনাইদহ সদর উপজেলায় মাঠ থেকে পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের বংকিরা-রাঙ্গিয়ার পোতা সড়কের বটদাড়ির মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
মৃত ৬৫ বছর বয়সী ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের রুস্তম আলীর ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি আল মামুন বলেন, “বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে ধান ক্ষেতের আইলে কৃষক ইসাহাক আলীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
“পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ইসাহাকের স্বজনদের খবর দিলে তারা এসে লাশ শনাক্ত করে।”
ইসাহাক আলীকে পাঁ বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা ওসির।
তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোন ধারণা দিতে পারেনি পুলিশ।
