রাজশাহীগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনে ওই নারী কাটা পড়েন বলে জানান স্টেশন মাস্টার।
বিস্তারিত কমেন্টে
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে; যিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ভাষ্য স্বজনদের।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাবরা রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মোবারকগঞ্জ রেল স্টেশনের সহস্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম।
নিহত বড়াই বিশ্বাস (৫০) উপজেলার তিল্লা গ্রামের প্রয়াত অধীর দাসের স্ত্রী।
তিল্লা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, দুই বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে বড়াই ‘মানসিক ভারসাম্যহীন’ হয়ে পড়েন। মাঝে মধ্যে তিনি বাড়ি থেকে বিভিন্ন দিকে চলে যান, আবার ফিরে আসেন। শনিবার সকালে বড়াই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
“সকালে বড়াই রেললাইনের উপর বসে ছিলেন। এ সময় ট্রেন আসতে দেখে কয়েকজন তাকে সরে যেতে বলেন। কিন্তু বড়াই রেললাইন থেকে না সরে যাওয়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”
স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। ট্রেনের চালক বিষয়টি তাদের জানিয়েছেন।
খবর পেয়ে যশোর জিআরপি পুলিশ ওই নারীর মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে বলে জানান তিনি।
