ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগের বাতাস নিয়ে কিউবার উপকূলে পৌঁছায় ঘূর্ণিঝড়টি।
সংগৃহিত
ক্যারিবীয় দ্বীপ জ্যামাইকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ধ্বংসযজ্ঞ চালানোর কয়েক ঘণ্টা পর কিউবায় আঘাত হেনেছে হারিকেন মেলিসা।
বুধবার ভোরের দিকে দ্বীপটিতে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) তথ্যানুসারে, ঘণ্টায় ১২০ মাইল (১৯৫ কিলোমিটার) বেগে প্রবাহিত বাতাস নিয়ে কিউবার পূর্বাঞ্চলের উপকূলে পৌঁছায় ঘূর্ণিঝড়টি।
“প্রাণঘাতী জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, ভূমিধস এবং প্রবল বাতাসে ক্ষয়ক্ষতি ইতোমধ্যেই শুরু হয়েছে,” বলেছে তারা।
ঝড়ের আগেই কিউবার পূর্বাঞ্চল থেকে প্রায় ৭ লাখ ৩৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার কমিউনিস্ট দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল জনগণকে সতর্ক করে বলেছিলেন, “এই ঝড় ব্যাপক ক্ষতি করতে পারে।”
তিনি উপকূলের কাছ থেকে সবাইকে নিরাপদে আশ্রয়ে সরে যেতেও আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিউ হোপের কাছে স্থলভাগে ওঠে মেলিসা। ঘণ্টায় ১৮৫ মাইল (২৯৫ কিলোমিটার) বেগে নিউ হোপের কাছে আঘাত হানে ৫ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড় মেলিসা।
কিউবার আঘাত হানার সময় ঝড়টি দুর্বল হয়ে ক্যাটাগরি ৩-এ নেমে আসে।
ঝড়ের আঘাতে জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সেন্ট এলিজাবেথ জেলা পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অর্ধলক্ষাধিকের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন।
ঘূর্ণিঝড়ের পর জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস সিএনএন-কে বলেন, “এ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তাতে হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাসিক ভবন, হাউজিং এবং বাণিজ্যিক ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি সড়ক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “এখন পর্যন্ত সরকার কোনও মৃত্যুর নিশ্চিত খবর পায়নি। তবে ঘূর্ণিঝড়ের তীব্রতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে কিছু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।”
ঝড়ের দাপটে জ্যামাইকায় বহু গাছ উপড়ে গেছে। বন্ধ হয়ে পড়েছে বহু রাস্তা। বাসিন্দারা বলছে, এমন ভয়ঙ্কর ঝড়ের দাপট তারা আগে দেখেননি।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেলিসা ছিল ক্যারিবীয় অঞ্চলে এখন পর্যন্ত দেখা তৃতীয় শক্তিশালী হারিকেন। ২০০৫ সালের উইলমা ও ১৯৮৮ সালের গিলবার্টের পরই এর স্থান। বিজ্ঞানীরা বলছেন, উষ্ণ সমুদ্রপৃষ্ঠের কারণে এখন ঘূর্ণিঝড় আরও দ্রুত শক্তিশালী হয়ে উঠছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঝড় কিউবার সান্তিয়াগোতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে, অনেক গ্রাম প্লাবিত হয়েছে।
এই সান্তিয়াগো দে কিউবা প্রদেশের গুয়ামা এলাকাতেই প্রথম আঘাত হানে মেলিসা। প্রবল বাতাসে ১ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে, পাহাড়ি এলাকা থেকে নেমে আসা পানিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। সান্তিয়াগো থেকে গুয়ান্তানামো পর্যন্ত ব্যাপক এলাকা জলাবদ্ধ পড়েছে; সেখানকার মোট জনসংখ্যার ৩৫ শতাংশের বেশি মানুষকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে খাদ্য, জ্বালানি, ওষুধ ও বিদ্যুতের ঘাটতিতে ভুগছে কিউবা। এমন সংকটের মধ্যেই এ ঘূর্ণিঝড় নতুন বিপর্যয় ডেকে আনার আশঙ্কা সৃষ্টি করেছে।
প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল জানিয়েছেন, ঝড় কেটে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ পুনঃস্থাপন ও ত্রাণ তৎপরতা চালাতে দুই হাজার ৫০০ জন বিদ্যুৎকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।
ঝড়ে রাজধানী হাভানার বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ।
