মেলিসা সোমবার সর্বোচ্চ শক্তির ক্যাটাগরি ৫ ঝড়ে রূপ নিয়েছে। ঘণ্টায় ১৬৫ মাইল বেগে বইছে বাতাস। মঙ্গলবার ভোরের মধ্যেই এ ঘূর্ণিঝড় জ্যামাইকায় আঘাত হানতে পারে।
সংগৃহিত
ক্যারিবীয় দ্বীপদেশ জ্যামাইকার দিকে ধীরে হলেও প্রাণঘাতী রূপ নিয়ে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্যারিবীয় দ্বীপগুলোতে প্রবল বৃষ্টির পাশাপাশি বয়ে যেতে পারে ধ্বংসাত্মক বাতাস।
সোমবার মেলিসা সর্বোচ্চ শক্তির ক্যাটাগরি ৫ ঝড়ে রূপ নিয়েছে। ঘণ্টায় ১৬৫ মাইল বেগে ( ২৭০ কিলোমিটার) বইছে বাতাস।
জামাইকার রাজধানী কিংস্টনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৪৫ মাইল (২৩৩ কিলোমিটার) দূরে অবস্থান করছে ঝড়টি। এগুচ্ছে ঘন্টায় ৩ মাইল বেগে। মঙ্গলবার ভোরের মধ্যেই এ ঝড় জ্যামাইকায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি লিখেছে, মেলিসার ধীর গতির কারণে উপদ্রুত এলাকাগুলোতে দীর্ঘ সময় ধরে ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে ওইসব এলাকায় প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) উপ-পরিচালক জেমি রোম বলেন, “ঝড়ের ধীর অগ্রগতি এবং অতিবৃষ্টি মিলিয়ে জামাইকার জন্য এটি এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে।”
সরকার ইতোমধ্যেই রাজধানী কিংস্টনসহ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সরে যাওযার নির্দেশ দিয়েছে এবং গোটা দ্বীপকে “উচ্চ ঝুঁকিপূর্ণ” এলাকা ঘোষণা করা হয়েছে।
জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস এক্স-এ এক পোস্টে বাসিন্দাদেরকে সতর্ক করে বলেছেন, “প্রতিটি নাগরিক যেন প্রস্তুত থাকে, ঝড়ের সময় ঘরে অবস্থান করে এবং নিরাপদে সরে যাওয়ার নির্দেশ মেনে চলে। আমরা এই ঝড় সামলে আরও শক্তিশালী হয়ে উঠব।”
আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, মেলিসা আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করতে পারে। ধ্বংসাত্মক বাতাস এবং প্রাণসংহারী ঝড় সোমবার রাত কিংবা মঙ্গলবার ভোরের দিকেই জ্যামাইকার ওপর দিয়ে বয়ে যেতে পারে।
ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচএস) বলছে, ১০০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী চার দিনে। ফলে তীব্র বন্যা ও ভূমিধসের ঝুঁকি আছে। সরকার গ্রামীণ এলাকায় স্কুল বাস পাঠিয়ে বিপদাপন্ন মানুষদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে।
এর আগে, হিস্পানিওলা দ্বীপে তাণ্ডব চালিয়ে হারিকেন মেলিসা অন্তত তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে। হাইতিতে শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। আর হিস্পানিওলা দ্বীপের পূর্বপাশে ডোমিনিকান রিপাবলিকে বন্যার প্রকোপে মারা গেছেন ৭৯ বছর বয়সী এক ব্যক্তি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সাগরে সাঁতার কাটতে গিয়ে ১৩ বছর বয়সী এক কিশোর প্রবল স্রোতে নিখোঁজ হয়েছে। অনেককে গাড়ি বা বাড়িতে আটকা পড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আবহাওয়াবিদদের আশঙ্কা, মেলিসা হয়ত জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন হিসেবে নাম লেখাবে। মঙ্গলবারের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব কিউবা এবং পরদিন বাহামা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে এনএইচসি।
