নাটকটি কেবল একটি পারিবারিক সংঘাতের গল্প নয়, এটি মানুষের গভীরতম আকাঙ্ক্ষা, অপরাধবোধ ও মুক্তির তীব্র অনুসন্ধানের নাটক।
সংগৃহিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ মঞ্চে এনেছে ‘ডিজায়ার আন্ডার দ্য এলম্স’।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে শনিবার সন্ধ্যায় এই নাটকটির প্রথম প্রদর্শনী হয়েছে।
এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অভিনয় করেছেন।
ইউজীন ও’নীলের লেখা থেকে নাটকটি অনুবাদ করেছেন কবীর চৌধুরী। মঞ্চে এই নাটকের নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক রুবাইয়া জাবীন প্রিয়তা।
রোববার সন্ধ্যায়ও একই মিলনায়তনে এই নাটকের আরও একটি প্রদর্শনী হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রিয়তা।
নাটকটি কেবল একটি পারিবারিক সংঘাতের গল্প নয়, এটি মানুষের গভীরতম আকাঙ্ক্ষা, অপরাধবোধ ও মুক্তির তীব্র অনুসন্ধানের নাটক।
এই নাটকে যে মানুষদের দেখা যায়, তারা সবাই ভালোবাসা খোঁজে। কিন্তু তাদের ভালোবাসা মিশে থাকে অধিকার, ঈর্ষা ও দোষবোধের সঙ্গে। সেই মিশ্র অনুভূতিই এই নাটকের মূলে থাকা ইচ্ছা বা ডিজায়ারকে জটিল করে তোলে।
নাটকের টিকেটের দাম ধরা হয়েছে, ২০০, ৩০০ এবং ৫০০ টাকা। আর শিক্ষার্থীদের জন্য টিকেটের দাম ঠিক করা হয়েছে ১০০ টাকা।
অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ নম্বর হল-০১৩০৩১৬৭৪৮৩।
