“দুষ্কৃতকারীরা মেধাবী ছাত্র জোবায়েদ হোসেনকে হত্যার মধ্য দিয়ে সম্ভাবনাময় এক তরুণের জীবন অকালেই শেষ করে দিয়েছে।”
হতে সংগৃহিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
রোববার সকালে উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
সকাল ১০টার দিকে বিদ্যালয় থেকে ছাত্রছাত্রী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে হারিছ চৌধুরী বাজার প্রদক্ষিণ করেন। পরে চরজব্বর-চেয়ারম্যানঘাট সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।
সমাবেশে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, “জোবায়েদ হোসেন ২০১৭ সালে আমাদের বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। অত্যন্ত নম্র, ভদ্র, মেধাবী ও সাহসী শিক্ষার্থী ছিল সে।
“তাকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে দেখা গেছে। দুষ্কৃতকারীরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
প্রাক্তন প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস বলেন, “দুষ্কৃতকারীরা মেধাবী ছাত্র জোবায়েদ হোসেনকে হত্যার মধ্য দিয়ে সম্ভাবনাময় এক তরুণের জীবন অকালেই শেষ করে দিয়েছে।
“আমরা নির্মম, নিষ্ঠুর হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
চর জুবিলী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন বলেন, জোবায়েদ হোসেনের দাদার বাড়ি কুমিল্লায় হলেও তার বাবা দীর্ঘদিন থেকে সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে ব্যবসা করে আসছেন।
“সেই সুবাধে বাজারের পাশে তিনি বাড়ি করে চার সন্তান ও ছোট ভাইকে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করান। অন্তত ভদ্র ও বিনয়ী পরিবারের সন্তান জুবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেক, চরজব্বার কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবদুল্লা আল আরিফ, নিহত জোবায়েদ হোসেনের সহপাঠী ইফতেখার আহমেদ খালেদ ও মুহিব উল্যাহ মুহিব এ সময় বক্তব্য রাখেন।
রোববার রাতে আরমানিটোলার নূর বক্স লেনের একটি বাড়ি থেকে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই ভবনের পাঁচ তলায় পরিবারের সঙ্গে থাকা ওই ছাত্রীকে গণিত ও বিজ্ঞান পড়াতেন জুবায়েদ।
হত্যার ঘটনায় ‘সন্দেহভাজন’ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রীকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।
