“৫ অগাস্ট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ছাত্রদলের নেতাকর্মীকে হত্যার ন্যারেটিভ তৈরি করা হয়েছে,” বলেন ঢাবি ছাত্রদলের নেতা গণেশ চন্দ্র রায়।
হতে সংগৃহিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্বদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
রোববার রাতে এ বিক্ষোভ মিছিল করেন ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে জুবায়েদ হত্যার ঘটনায় শোক জানানোর পাশপাশি জড়িতদের বিচার দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন।
শোকবার্তায় তারা বলেন, “গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন ঢাকার আরমানিটোলায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।
“বিশ্ববিদ্যালয় পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে।”
রোববার রাতে আরমানিটোলার নূর বক্স লেনের একটি বাড়ি থেকে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই ভবনের পাঁচ তলায় পরিবারের সঙ্গে থাকা ওই ছাত্রীকে গণিত ও বিজ্ঞান পড়াতেন জুবায়েদ।
হত্যার ঘটনায় ‘সন্দেহভাজন’ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রীকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।
জুবায়েদ হত্যার প্রতিবাদে রোববার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরযু করে ঢাবি শাখা ছাত্রদল। পরে ডাস চত্বরের পাশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “৫ অগাস্ট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ছাত্রদলকে হত্যা করার ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বিভিন্ন সময়ে ছাত্রদলের বিভিন্ন মেধাবী শিক্ষার্থীরা হত্যার শিকার হয়েছেন। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে।”
