ফ্লাইট মিস করায় কান্নায় ভেঙে পড়েন মেরি ক্যালডাস
ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি এখন দৈনন্দিন নানা কাজে ব্যবহার করছেন অনেকেই। কেউ কেউ বিভিন্ন বিষয়ে এর কাছ থেকে পরামর্শও নিয়ে থাকেন। তবে সেই পরামর্শ মেনে সমস্যায় পড়ার ঘটনাও ঘটছে।
সম্প্রতি চ্যাটজিপিটির দেওয়া ভুল তথ্যের কারণে সঙ্গীসহ বিমানে উঠতে পারেননি স্পেনের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মেরি ক্যালডাস।
তিনি অভিযোগ করেছেন, ছুটি কাটাতে সঙ্গীকে নিয়ে পুয়ের্তো রিকো যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এআইয়ের দেওয়া ভ্রমণসংক্রান্ত ভুল তথ্যের কারণে এয়ারপোর্টে গিয়েও ফ্লাইট মিস করতে হয় তাদের।
বিমানে উঠতে না পারায় কান্নায় ভেঙে পড়েন মেরি ক্যালডাস। সেই মুহূর্তের ভিডিও তিনি এক্সসহ (সাবেক টুইটার) বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা দ্রুতই ভাইরাল হয়।
ভিডিওতে তিনি বলেন, “চ্যাটজিপিটি জানিয়েছিল পুয়ের্তো রিকো ভ্রমণে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ভিসার প্রয়োজন হয় না। কিন্তু বাস্তবে ‘ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন’ (ইস্টা) নিতে হয়।” বিষয়টি না জানার কারণেই বিমানে উঠতে পারেননি তাঁরা।
নিজের ভুল বুঝতে পেরে মেরি ক্যালডাস জানান, আরও যাচাই-বাছাই করা উচিত ছিল। রসিকতার ছলে তিনি আরও বলেন, “মাঝেমধ্যে চ্যাটজিপিটিকে গালাগাল করা হয়, হয়তো সেজন্যই এআই এবার প্রতিশোধ নিয়েছে।”
এটাই প্রথম নয়, চ্যাটজিপিটির ভুল পরামর্শে ভোগান্তির খবর আগেও এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক বাসিন্দা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। চ্যাটজিপিটির নির্দেশনা অনুযায়ী সোডিয়ামের মাত্রা প্রায় শূন্যে নামিয়ে আনার ফলে তার শরীরে হাইপোনাট্রেমিয়া দেখা দেয়, যা রক্তে সোডিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে কমিয়ে দেয়। টানা তিন সপ্তাহ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হন তিনি।
সংগৃহীত