পুরস্কার দেওয়া নেওয়া ছাড়াও ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসনে ঘটেছে নানা ঘটনা।
সংগৃহীত
এবারে সেরা সিনেমার অস্কার জিতেছে শন বেকারের ‘আনোরা’। সেরা নির্মাতা, সেরা অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনাসহ মোট পাঁচটি অস্কার জিতে নিয়েছে ‘আনোরা’; মনোনয়নে ছয় শাখায় নাম ছিল বেকারের এই সিনেমাটির। আলোচিত ‘এমিলিয়া পেরেজ’ ১৩ শাখায় মনোনয়ন পেলেও এই সিনেমা পুরস্কার পেয়েছে মাত্র দুটিতে। একইভাবে পিছিয়ে পড়েছে আলোচনায় থাকা ‘দ্য ব্রুটালিস্ট’, ‘উইকেড’, ‘দ্য সাবস্ট্যান্স’। পুরস্কার দেওয়া নেওয়া ছাড়াও ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসনে ঘটে নানা ঘটনা। সেসh দেখে নেওয়া যাক রয়টার্সের ছবি।

গানের কবি নোবেলজয়ী বব ডিলানকে নিয়ে নির্মিত ‘আ কমপ্লিট আননোন’ অস্কারে সেরা অভিনেতার শাখাসহ ৮টিতে মনোনয়ন পেলেও পুরস্কারে ঝুলি শূন্য। জেমস ম্যানগোল্ডের পরিচালনায় বব ডিলানের চরিত্রে অভিনয় করা এ সময়ের জনপ্রিয় তারকা টিমোতে শ্যালামে মঞ্চে হাজির ছিলেন তরুণ ডিলানের সাজে।ছবি: রয়টার্স

টিমোথি শ্যালামে ও কাইলি জেনার প্রেম করছেন। তাদের প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। অস্কারেও দুজনের ঘনিষ্ঠ উপস্থিতি ধরা পড়ে ক্যামেরায়।ছবি: রয়টার্স

অস্কারজয়ী সিনেমা ‘আনোরার’ অভিনেত্রী মাইকি ম্যাডিসনও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। অস্কারের ট্রফি হাতে নেওয়ার পর সিনেমার টিমের সদস্যদের নাম ধরে তিনি কৃতজ্ঞতা জানাচ্ছিলেন। কারো নাম যাতে বাদ না পড়ে যায়, সেজন্য কাগজে লিখে এনেছিলেন ম্যাডিসন।ছবি: রয়টার্স

গেলবারের অস্কারজয়ী সেরা অভিনেত্রী এমা স্টোন এবং এবারের সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন কথা বলতে বলতে হেঁটে যাচ্ছেন।ছবি: রয়টার্স

অস্কারজয়ী ‘আনোরা’ সিনেমার পরিচালক ও তার স্ত্রী স্ত্রী সামান্থা কোয়ান পরস্পরকে চুম্বন করছেন। কোয়ান এই সিনেমার প্রযোজক।ছবি: রয়টার্স

অস্কারের মঞ্চে প্রথমবারের মত গান গেয়েছেন দক্ষিণ কোরিয়ার মেয়েদের ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা।ছবি: রয়টার্স

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জয়ী অ্যাড্রিয়েন ব্রডি চুইংগাম ছুড়ে দিচ্ছেন অভিনেত্রী জর্জিনা চ্যাপম্যানের দিকে।ছবি: রয়টার্স

নিজেকে অভিবাসীর গর্বিত সন্তান বলে বর্ণনা করেছেন ‘এমিলিয়া পেরেজে’ সিনেমার জোয়ি সালদানা। তিনি জিতেছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।ছবি: রয়টার্স

ডেমি মুর নব্বইয়ের দশকে হলিউডের সবচেয়ে আবেদনময়ী তারকাদের একজন ডেমি মুর। ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমায় মুরের অভিনয়, কিছুদিন আগে তাকে ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার এনে দিলেও অস্কার হয়ে রইল অধরা।ছবি: রয়টার্স

অভিনেত্রী ও গায়িকা সিনথিয়া আরিভো এসেছিলেন তার চিরাচরিত সাজে।ছবি: রয়টার্স

একাডেমি অ্যাওয়ার্ডসের শুরুতেই নাচে–গানে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।ছবি: রয়টার্স

বন্ডের থিমের সঙ্গে মঞ্চে নাচ শুরুতেই জমিয়ে দেয় অস্কার অনুষ্ঠান।ছবি: রয়টার্স