বেসরকারি ক্লিনিকটি বেশকিছুদিন ধরে বন্ধ রয়েছে। ঘটনার সময় সেখানে কেউ ছিল না।
হতে সংগৃহিত
চট্টগ্রামে একটি বেসরকারি ক্লিনিকের নিচতলায় অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার রাত ১২টার দিকে পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে সেন্ট্রাল সিটি হাসপাতালের নিচতলায় আগুন লাগে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়।
বেসরকারি ক্লিনিকটি বেশকিছুদিন ধরে বন্ধ রয়েছে। ঘটনার সময় সেখানে কেউ ছিল না।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত পৌনে ১টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
“ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। ক্লিনিকটি বন্ধ থাকায় সেখানে কেউ ছিল না। নিচতলায় কয়েকটি সিলিন্ডার দেখা গেছে।”
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
