“বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টিকারী লেখা ও উপাদান পাঠ্যপুস্তক থেকে তুলে নিতে হবে,” বলেন নুরজাহান খান।
সংগৃহিত
সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করার আহ্বান জানিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হলো চট্টগ্রামে।
বুধবার সন্ধ্যায় উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান হয়।
‘প্রগতির পথে, জীবনের গান, সকল অশুভ শক্তির হবে অবসান’- এই আহ্বানে জাতীয় সংগীত ও সংগঠন সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।
আলোচনা পর্বে নারীনেত্রী নুরজাহান খান বলেন, “মুক্তমত ও সংস্কৃতিচর্চার অবাধ পরিবেশ নিশ্চিত করে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশ চালাতে হবে। সারাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধসম্পন্ন সাংস্কৃতিক বলয় কেন্দ্র গড়ে তুলতে হবে।
“উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি ধ্বংসকারী সব প্রকল্প বাতিল ও উচ্ছেদ বন্ধ করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে শিল্পকলা বিষয়ক কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে। সাম্প্রদায়িকীকরণ বন্ধ এবং বিভেদ, বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টিকারী লেখা ও উপাদান পাঠ্যপুস্তক থেকে তুলে নিতে হবে।”
উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও চট্টগ্রাম জেলার সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজ বলেন, “সত্য ও সুন্দরের আকাঙ্ক্ষা ধারণ করে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর উদীচীর যাত্রা শুরু হয়। এরপর সংস্কৃতির সেই জাগরিত শক্তি দিয়ে অব্যাহত রয়েছে মুক্ত মানুষের মুক্ত পৃথিবী গড়ার সংগ্রাম।
“কালের পরিক্রমায় সংগ্রামী সেই সাংস্কৃতিক অভিযাত্রার ৫৬ বছর পূর্ণ করলো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী। দীর্ঘ পথচলার সেই উচ্ছ্বাসের সঙ্গে ছিল অপশক্তির বিরুদ্ধে জ্বলে ওঠার সংগ্রামী প্রকাশ।”
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ সাধারণ সম্পাদক জয়তী ঘোষের সঞ্চালনায় কথামালায় স্বাগত বক্তব্য রাখেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ।
আলোচনায় অংশ নেন কবি অভীক ওসমান, দৃষ্টি’র উপদেষ্টা বৃজেট ডায়েস, আবৃত্তি সংগঠন প্রমার সভাপতি রাশেদ হাসান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, কবি ও প্রকাশক মুহাম্মদ নুরুল আবসার, খেলাঘর সংগঠক ওসমান গনি চৌধুরী বাবুল, গ্রুপ থিয়েটার ফোরাম এর সভাপতি সুচরিত দাশ খোকন, গ্রুপ থিয়েটার ফোরাম সাধারণ সম্পাদক শাহ আলম, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারন সম্পাদক মোরশেদুল আলম, স্বরলিপি সাংস্কৃতিক ফোরামের সভাপতি মানস শেখর ও উদীচী বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দাশ।
সাংস্কৃতিক পর্বে একক এবং দলীয়ভাবে সংগীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীকর্মীরা। আমন্ত্রিত সংগঠন হিসেবে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম ও প্রমা আবৃত্তি সংগঠন।
