মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
হতে সংগৃহিত
গোপালগঞ্জে তিন কেজি গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সদর উপজেলার আড়ুয়া কংশুর গ্রামের বাড়ি থেকে মঙ্গলবার বিকাল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাত সাড়ে ১০টার দিকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।
গ্রেপ্তার ৪২ বছর বয়সী জেসমিন বেগম সদর উপজেলার আড়ুয়া কংশুর গ্রামের নুর আলম মোল্লার স্ত্রী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেসমিন বেগম দীর্ঘদিন ধরে আড়ুয়া কংশুর এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে তিন কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জেসমিন বেগমের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম জানিয়েছেন।
তিনি বলেন, “মাদকদ্রব্য নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
