অজ্ঞাত যুবকের (৪০) শরীর খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। তার পরনে কালো গেঞ্জি ও লুঙ্গি ছিল।
হতে সংগৃহীত
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার গভীর রাতে কালিয়াকৈরের কালামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাদির উজ জামান জানান।
তিনি বলেন, রাত ৩টা ৪০ মিনিটে হাইটেক সিটি সেকশনে রেলওয়ে কিলোমিটার ৩৫৮/৮-৯ এর মাঝামাঝি ঢাকাগামী ধূমকেতু ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।
যুবকের (৪০) শরীর খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। তার পরনে কালো গেঞ্জি ও লুঙ্গি ছিল।
লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই নাদির উজ জামান।