ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হস্তান্তর করা একটি কফিনে মৃত জিম্মির দেহ নেই বলে ইসরায়েল জানানোর পর নেতানিয়াহুর এমন নির্দেশ দেওয়ার কথা জানাল তার কার্যালয়।
সংগৃহিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবিলম্বে ‘শক্তিশালী’ হামলা চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় একথা জানিয়েছে।
সোমবার ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হস্তান্তর করা একটি কফিনে আরেকজন মৃত জিম্মির দেহ নেই বলে ইসরায়েল জানানোর পর নেতানিয়াহুর কার্যালয় থেকে এমন কথা জানানো হল।
ইসরায়েল বলছে, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে কফিনের দেহাবশেষ এখনও গাজায় থাকা ১৩ জিম্মির কারও নয়। এই পেক্ষাপটে ইসরায়েল হামাসের বিরুদ্ধে গাজায় দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি চুক্তি স্পষ্টতই লঙ্ঘনের অভিযোগ করেছে।
ওদিকে, হামাস এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, তারা গাজায় নতুন করে আগ্রাসী পদক্ষেপ নেওয়ার প্রস্ততিতে “অতিরঞ্জিত সব মিথ্যা অজুহাত খাড়া করছে।” গাজায় জিম্মিদের মৃতদেহ খোঁজার চেষ্টাও ইসরায়েল বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ হামাসের।
ওদিকে, ইসরায়েল ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি হামাস বারবার লঙ্ঘন করছে বলে দাবি করেছে এবং এর জবাবে হামাসের ওপর তীব্র হামলা চালানো হবে বলে জানিয়েছে।
গাজায় নির্ধারিত এলাকার মধ্যে থাকা ইসরায়েলি বাহিনীর ওপর হামাস গুলি ছুড়ছে বলে অভিযোগ ইসরায়েলের। তাছাড়া, হামাস ‘ইচ্ছাকৃতভাবে ধোঁকা দেওয়ার চক্রান্ত করেছে’ বলেও অভিযোগ ইসরায়েলের।
সোমবার রাতে হামাস এক ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ইসরায়েলের কাছে হস্তান্তর করার কথা জানায়। তবে ইসরায়েলের ভাষ্য, তারা এর ফরেনসিক পরীক্ষা করে দেখতে পেয়েছে যে, এই দেহাবশেষ দুইবছর আগেই তারা গাজা থেকে উদ্ধার করেছিল।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেওয়া হামলার নির্দেশের পর এরই মধ্যে গাজায় হামলা শুরু হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। তবে হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের হামলার কারণে আরেক জিম্মির মৃতদেহ হস্তান্তরের যে পরিকল্পনা ছিল তা পিছিয়ে দিচ্ছে।
বিবিসি জানায়, নেতানিয়াহুর নতুন করে হামলা শুরুর নির্দেশের পর গাজায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গাজা সিটি এবং খান ইউনিসের কয়েকটি এলাকায় প্রত্যক্ষদর্শীরা বলেছে, হামলার নির্দেশের খবর ছড়িয়ে পড়তেই লোকজন সব তাড়াতাড়ি রাস্তা ছেড়ে বাড়ি চলে গেছে। জঙ্গিবিমান আসার আগে প্রত্যেকেই নিজ নিজ বাড়ি বা তাঁবুতে ফিরতে চাইছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করে বলেছেন, হামাস গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনাদের ওপর হামলা করেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এজন্য হামাসকে ‘চড়া মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
