সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
সংগৃহিত
খাগড়াছড়ির দুর্গম লক্ষীছড়িতে প্রায় সোয়া কোটি টাকার অবৈধ কাঠ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।
বুধবার বার্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
বিবৃতিতে বলা হয়, বুধবার দেওয়ানপাড়া এলাকা থেকে প্রায় চার হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। জব্দ করা কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা বাহিনী সবসময় বদ্ধপরিকর এবং এ ধারা অব্যাহত থাকবে।
এ বিষয়ে লক্ষীছড়ির রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, “রাঙ্গামাটির অশ্রেণীভুক্ত বন থেকে জব্দ করা এসব কাঠের মধ্যে সেগুন, গামারিসহ বিভিন্ন প্রজাতির গাছের কাঠ রয়েছে।
তিনি আরও বলেন, “পার্বত্য এলাকায় নিয়ম অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন কাঠ পরিবহন বা কর্তনের জন্য নিয়ম মেনে জোত পারমিট নিতে হয়। জোত পারমিট ছাড়া কাঠ পরিবহন দণ্ডনীয় অপরাধ। এসব কাঠের জোত পারমিট নেওয়া হয়নি।”
