“তার ছোট ভাইয়ের নারীঘটিত বিষয় অথবা জমিসংক্রান্ত বিরোধ থেকে কেউ এ হামলা করে থাকতে পারে,” বলেন ওসি মোশারফ হোসেন।
সংগৃহিত
কুষ্টিয়ায় এক লালনশিল্পীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে।
আহত ব্যক্তির নাম রতন (৪২)। তিনি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা। রতন ‘শিল্পী সমাজ’ নামে কুষ্টিয়ার একটি সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত ১টার দিকে সদর উপজেলার মিললাইন এলাকায় রতনকে ছুরিকাঘাত করা হয়। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম বলেন, “শুক্রবার রাত ২টার দিকে রতনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।”
লালন একাডেমির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ‘ভবের হাট সংগীত একাডেমির’ সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, “রতন লালন একাডেমির একজন নিয়মিত শিল্পী। তার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদসহ অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, হামলার অভিযোগ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। আহত শিল্পী বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ থানায় আসেনি।
“রতনের সঙ্গে কথা বলে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে, তার ছোট ভাইয়ের নারীঘটিত বিষয় অথবা জমিসংক্রান্ত পুরনো বিরোধ থেকে কেউ এই হামলা করে থাকতে পারে। এ বিষয়ে কুমারখালী ও কুষ্টিয়া মডেল থানার পুলিশ যৌথভাবে কাজ করছে।”
পুলিশ ও রতনের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে গানের অনুষ্ঠান শেষ করে তিনি ছেঁউড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মিললাইন এলাকায় চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা তাকে পেছন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে আলো না থাকায় রতন কাউকে চিনতে পারেননি।
