ভ্যানটি যেহেতু চুরি যায়নি সে কারণে এই হত্যাকাণ্ডের আরও কোন কারণ থাকতে পারে।”
বিস্তারিত কমেন্টে
কুষ্টিয়া সদর উপজেলায় নিজ বাড়ি থেকে এক ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি মেহেদি হাসান জানিয়েছেন।
মৃত ৫৫ বছর বয়সী মোশারফ হোসেন মুসা শান্তিডাঙ্গা গ্রামের আকবর মণ্ডলের ছেলে। তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। তার বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
নিহতের মেয়ে শিখা খাতুনের অভিযোগ, “ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে।”
ওসি মেহেদি হাসান বলেন, “নিহত ব্যক্তির বুকে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ভ্যান চুরির জন্য এ ধরনের হত্যাকাণ্ড না-ও হতে পারে।
তিনি বলেন, “ভ্যানটি যেহেতু চুরি যায়নি সে কারণে এই হত্যাকাণ্ডের আরও কোন কারণ থাকতে পারে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।”
