এ ঘটনার পর উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনা সদস্যরা রয়েছেন।
সংগৃহীত
টাকা নিয়ে তর্কাতর্কির জেরে হাতাহাতির সময় রড দিয়ে আঘাত করা হলে তা ‘বুকে ঢুকে’ কুমিল্লার মনোহরগঞ্জে তরুণ এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ হত্যাকাণ্ডের তথ্য দিয়েছেন মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে।
নিহত ফরহাদ হোসেন (২০) পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তিনি মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জড়িত সন্দেহে নিহতের সহকর্মী মাহফুজ নামে একজনকে আটকের কথা বলেছেন ওসি।
এ ঘটনার পর লক্ষণপুর বাজারে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনা সদস্যরাও সেখানে গেছেন।
ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, নিহত ফরহাদ লক্ষণপুর গ্রামের একটি ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। এদিন ওই ভবনে কাজ করার সময় টাকা-পয়সার লেনদেন নিয়ে কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এসময় ফরহাদকে রড দিয়ে আঘাত করার সময় তা তার বুকে ঢুকে যায়।
পরে স্থানীয় লোকজন ফরহাদকে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি বিপুল চন্দ্র দে বলেন, নিহতের লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বাজারে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর দলও রয়েছে।
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
সংগৃহীত