দিনাজপুরে এ ঘটনায় এক পরীক্ষার্থী ও দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংগৃহিত
খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দিনাজপুরে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজন পরীক্ষার্থী এবং দুজন শিক্ষক।
শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই শহরের কেরি মেমোরিয়াল স্কুল থেকে পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন জানান।
তার নাম কৃষ্ণ কান্ত রায়। তিনি বিরল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরপাড়ার ‘স্বপ্নচুড়া’ নামের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মামুন ও সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বাড়ি চিরিরবন্দর বলে জানা গেছে।
পুলিশ জানায়, খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পরীক্ষায় জালিয়াতির বিষয়টি নিয়ে আগে থেকেই তাদের কাছে গোপন তথ্য ছিল। কিন্তু সুনির্দিষ্ট কিছু তারা জানতেন না। ফলে পরীক্ষার্থীদের উপর নজর রাখছিলেন তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, পরীক্ষা শুরুর ১০ মিনিটের মাথায় কৃষ্ণ কান্ত পর পর কয়েকবার কাশি দেন। তখন পুলিশের সন্দেহ হয়। তার শরীর তল্লাশি করে ক্ষুদ্রাকৃতির দুটি বিশেষ ডিভাইস উদ্ধার করা হয়। একটি কানে ছিল আরেকটি গেঞ্জির ভেতরে ছিল।
তিনজনের কাছ থেকে মোট ছয়টি ডিভাইস, পরীক্ষার্থীর সঙ্গে চুক্তির ১৬টি স্ট্যাম্প, মোবাইল সিম, কিছু ব্যাংকের কার্ড, পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড জব্দ করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
তার ধারণা, এর সঙ্গে বড় ধরনের কোনো চক্র জড়িত থাকতে পারে।
