বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু থাকবে; যাত্রী পারপারও চলবে।
হতে সংগৃহিত
সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে একদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
মঙ্গলবার বেনাপোলে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। দুদেশের মধ্যে আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপারও চলবে।
বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে বলে এক চিঠির মাধ্যমে জানিয়েছেন ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। একটি পত্রের মাধ্যমে বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন।
“সোমবার বিকাল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কাজকর্ম বন্ধ হয়ে যাবে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলবে। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।”
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলছেন, ভারতে কালীপূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকবে মঙ্গলবার। তবে এদিন ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ভারতে দীপাবলি উপলক্ষে মঙ্গলবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু থাকবে।
ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক সেদেশে ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে। সেই সাথে দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।
