“কিভাবে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”
হতে সংগ্রহিত
বাগেরহাটের দিঘী থেকে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরতলীর ‘পচা দিঘী’ থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাহমুদ-উল-হাসান জানিয়েছেন।
মৃত ৪৫ বছর বয়সী সুমন্ত বিশ্বাস জেলার চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের সতীশ চন্দ্র বিশ্বাসের ছেলে।
তিনি শহরের দশানী এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।
পরিবারের বরাতে ওসি মাহমুদ-উল-হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন পচা দিঘীতে একজনের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করলে সুমন্তের বাড়ির লোকজন তার লাশ সনাক্ত করেন।
তিনি বলেন, “সোমবার সকালে সুমন্ত কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন; এরপর আর ফিরে আসেননি।
“কিভাবে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বাকিটা বলা যাবে।”
