৫৫ সদস্যের আফ্রিকান ইউনিয়নের স্থগিতাদেশের রাজনৈতিক মূল্য অপরিসীম। জোটটি মাদাগাস্কারের নতুন নেতাকে চাইলে ‘একঘরে’ করে রাখতে পারে।
হতে সংগৃহিত
মাদাগাস্কারের নতুন সামরিক শাসক মিকায়েল রান্দ্রিয়ানিরিনা বলেছেন, শিগগিরই তিনি দেশের নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে যাচ্ছেন।
অভ্যুত্থানে আগের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে ক্ষমতাচ্যুত করার পর আফ্রিকান ইউনিয়ন দ্বীপ দেশটির সদস্যপদ স্থগিত করার পর তিনি এ কথা জানালেন।
সপ্তাহান্তে ‘দেশ ছেড়ে পালানো’ রাজোয়েলিনা পার্লামেন্ট সদস্যদের হাতে অভিশংসিত হয়েছেন। তিনি এই সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন এবং পদত্যাগ করতে অস্বীকার করেছেন।
এর আগে কয়েক সপ্তাহ ধরে জেন জি বিক্ষোভে তার পদত্যাগ চাওয়া হচ্ছিল, পরে সামরিক বাহিনীর কিছু ইউনিট পক্ষত্যাগ করার পর তার ক্ষমতাচ্যুতি একপ্রকার নিশ্চিত হয়ে যায়, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
রান্দ্রিয়ানিরিনা এর আগে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের কথা জানিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ বা ন্যাশনাল অ্যাসেম্বলি বাদে সব নির্বাহী প্রতিষ্ঠানকে বিলুপ্ত করার ঘোষণা দিয়েছিলেন।
“আমরা শিগগিরই শপথ নেবো। গতকালই আমরা দায়িত্ব নিয়েছি,” বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন সেনাবাহিনীর এই কর্নেল। আগের দিনই মাদাগাস্কারের সর্বোচ্চ সাংবিধানিক আদালত তাকে দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আমন্ত্রণ জানিয়েছিল।
তার ঘনিষ্ঠ দুটি সূত্র বুধবার রয়টার্সকে বলেছে, রান্দ্রিয়ানিরিনা এক-দুইদিনের মধ্যেই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। শুক্রবার তার শপথ নেওয়ার সম্ভাবনা বেশি।
একইদিন আফ্রিকান ইউনিয়নের এক মুখপাত্র জানিয়েছেন, অভ্যুত্থানের পর তাৎক্ষণিকভাবেই মাদাগাস্কারের সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।
৫৫ সদস্যের আফ্রিকান ইউনিয়নের স্থগিতাদেশের রাজনৈতিক মূল্য অপরিসীম। জোটটি মাদাগাস্কারের নতুন নেতাকে চাইলে ‘একঘরে’ করে রাখতে পারে।
বুধবার জোটের এক বৈঠকে আফ্রিকান ইউনিয়নের সভাপতি মাহমুদ আলি ইউসুফ বলেছেন, “বলপ্রয়োগের মাধ্যমে যে শাসন তার বদলে আইনশৃঙ্খলা রক্ষার শাসনের প্রাধান্য থাকতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গির ভিত্তিই হচ্ছে আইন ও সংলাপ।”
রান্দ্রিয়ানিরিনা মঙ্গলবার বলেছিলেন, নতুন নির্বাচন হওয়ার আগে সামরিক বাহিনীর নেতৃত্বাধীন একটি কমিটি অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত দেশ শাসন করবে।
এ কর্নেল মূলত সেনা বাহিনীর প্রভাবশালী পারসোনেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টেকনিকাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস কর্পস (সিএপিএসএটি) ইউনিটের কমান্ডার।
২০০৯ সালের অভ্যুত্থানেও সিএপিএসএটি ইউনিটটি বড় ভূমিকা রেখেছিল; ওই অভ্যুত্থানের হাত ধরেই রাজোয়েলিনা ক্ষমতায় এসেছিলেন। দিনকয়েক আগে মাদাগাস্কারে জেনজি বিক্ষোভের মধ্যে ইউনিটটি পক্ষত্যাগ করে এবং বিক্ষোভকারীদের ওপর গুলি না চালাতে সৈন্যদের প্রতি আহ্বান জানায়।
সিএপিএসএটি ইউনিটের পাশাপাশি আধাসামরিক বাহিনী জঁদারমেরি ও পুলিশও রাজোয়েলিনার পক্ষত্যাগ করে।
রাজোয়েলিনা রোববার ফরাসী এক সামরিক উড়োজাহাজে করে দেশ ছেড়েছেন বলে একাধিক নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে। ‘জীবন ঝুঁকিতে’ থাকার কথা জানানো রাজোয়েলিনা এখন দুবাইয়ে আছেন বলে ধারণা কূটনীতিক ও সরকারবিরোধী তিনটি সূত্রের ।
তরুণদের বিক্ষোভের পুঁজি করে ২০০৯ সালে হওয়া অভ্যুত্থানের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন এখন ৫১ বছর বয়সী রাজোয়েলিনা। সাবেক এ ডিস্কো জকি মাত্র ৩৪ বছর বয়সে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, সে সময় বিশ্বের আর কোনো দেশে এত কমবয়সী প্রেসিডেন্ট ছিল না।
মাদাগাস্কারবাসীর জীবনমান উন্নয়ন ও দুর্নীতি নির্মূলের যেসব প্রতিশ্রুতি তাকে ক্ষমতায় এনেছিল সেগুলো পূরণে নিদারুণ ব্যর্থতার পরিচয় দেন তিনি।
মাত্র তিন কোটি জনসংখ্যার দেশটির তিন চতুর্থাংশই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। দুর্লভ খনিজে সমৃদ্ধ দেশটির বাসিন্দাদের বেশিরভাগই তরুণ। ১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর ২০২০ সালের মধ্যেই দেশটির মাথাপিছু জিডিপি ৪৫% হ্রাস পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।