“ওই একবেলাই তিনি নিরামিষ খান। দুগ্ধজাত খাবার ও চিনিও পুরোপুরি ছেড়েছেন।”
সংগৃহিত
অনেকে বলে থাকেন ভারতের হিন্দি সিনেমায় পরিচালক প্রযোজক করণ জোহর ‘ওষুধ খেয়ে’ ওজন কমিয়ে কৃশকায় হয়েছেন। আর করণ বলেন, খাওয়া কমিয়ে এই হাল হয়েছে তার।
এবার অভিনেত্রী টুইঙ্কেল খান্না জানালেন আসল কারণ।
টুইঙ্কেল বলেন, “করণ জোহর খাওয়া কমাতে কমাতে এক বেলায় গিছে ঠেকেছেন। ওই একবেলা তিনি নিরামিষ খান। দুগ্ধজাত খাবার ও চিনিও পুরোপুরি ছেড়েছেন।”
করণের এই সময়ের ছবি দেখে কেউ কেউ শিউরে উঠছেন। পরিচালকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তার অনুরাগীরাও। আনন্দবাজার লিখেছে, প্রাইমের নতুন চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ এর সর্বশেষ পর্বে আসেন করণ।
সেখানেই টুইঙ্কলের রসিকতা করে করণকে বলেন, “আর কত ইনজেকশন নেবে শরীরে, কত রোগা হয়ে গিয়েছ দেখ! তোমার মা কিছু বলেন না?’’
প্রথমে খানিক অপ্রস্তুত হলেও পরে সামলে নিয়ে করণ বলেন, “না মা ওসব বলা ছেড়ে দিয়েছেন। আর আমি কার্ব খাওয়া ছেড়ে দিয়েছি।’’
করণ বলেন, অনেকের কাছ থেকে শুনেছেন তিনি নাকি রোগা হওয়ার জন্য নিয়মিত ওষুধ খাচ্ছেন, ইনজেকশনও নিচ্ছেন।
“এর কোনটাই নয়। এক বেলা খাই। তাও পরিমাণে কম।”
