আগামী তিন দিন রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ভারি বৃষ্টি ঝরতে পারে।
সংগৃহিত
দেশের কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
তবে পানি বাড়লেও তা বিপৎসীমা অতিক্রম করার শঙ্কা নেই বলে কেন্দ্রের বুলেটিনে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় মোনথার প্রভাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের কিছু স্থানে বৃষ্টি হয়েছে। তবে উজানে ভারতের প্রদেশগুলোতে ভারি বৃষ্টিপাত হয়নি।
মোনথা বর্তমানে স্থল ‘সুস্পষ্ট লঘুচাপ’ আকারে ভারতের বিদর্ভ-ছত্তিশগড় প্রদেশ এলাকায় অবস্থান করছে জানিয়ে বুলেটিনে বলা হয়, এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।
আগামী তিন দিন রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে এবং উজানে ভারতের প্রদেশগুলোতে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাতে ব্রহ্মপুত্র-যমুনার পানি আগামী দুদিন স্থিতিশীল থাকলেও পরবর্তী তিন দিন বৃদ্ধি পেতে পারে। তবে তা বিপৎসীমা অতিক্রম করার শঙ্কা নেই বলে বুলেটিনে বলা হয়েছে।
অন্যদিকে, রংপুর ও রাজশাহী বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার, আপার-করতোয়া, আপার-আত্রাই, ঘাঘট, টাঙ্গন, পুনর্ভবা, করতোয়া, আত্রাই ও যমুনেশ্বরি নদ-নদীর পানি আগামী তিন দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে। এসব নদীর পানি হেল ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল।
এর বাইরে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই, কংস ও জিঞ্জিরাম নদীর পানি আগামী তিন দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে।
