বাহরাইনে হওয়া এবারের প্রতিযোগিতায় এ নিয়ে দ্বিতীয় পদক পেল বাংলাদেশ।
সংগৃহিত
প্রথমবারের মতো এশিয়ান যুব গেমসে পদক পাওয়ার আনন্দ আরও বাড়িয়ে নিল বাংলাদেশ। মেয়েদের পর এবার কাবাডি ইভেন্টে ছেলেরাও পেয়েছে ব্রোঞ্জ পদক।
আগের দুই আসরের ব্যর্থতার পর এশিয়ান যুব গেমসের এবারের আসরে বাংলাদেশ প্রথম পদক পায় মেয়ে কাবাডি দলের হাত ধরে। ছেলেরাও ব্রোঞ্জ পাওয়ায় এ নিয়ে চলতি আসরে দ্বিতীয় পদক পেল বাংলাদেশ।
বাহরাইনে ঈসা স্পোর্টস সিটিতে শেষ ম্যাচে বাংলাদেশ কাবাডি দল স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে হারায়। এই জয়ে কাবাডি ডিসিপ্লিনে অংশ নেওয়া সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।
টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৮৩-১৯ পয়েন্টে হারের পর দ্বিতীয় ম্যাচে ইরানকে ৫৫-৪৮ পয়েন্টে হারিয়ে ঘুরে দাঁড়ায় যুবারা। এরপর শ্রীলঙ্কাকে ৫৩-৪০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
দুর্ভাগ্য পিছু নেয় পরের ম্যাচে। থাইল্যান্ডের কাছে ৪৯-৪২ পয়েন্টে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনের বিপক্ষে জিতলেও ফাইনালে ওঠা সম্ভব হয়নি যুবাদের।
