এটি জেনারেটিভ মডেল ব্যবহার করে তাই অনুবাদ ভুল, অপ্রত্যাশিত বা আপত্তিকর হতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করে নেয়ার পরামর্শ দিয়েছে অ্যাপল।
হতে সংগৃহীত
আইওএস ২৬ চালু হওয়ার পর এখন এয়ারপডসে ব্যবহার করা যাবে বহুল প্রতীক্ষিত ‘লাইভ ট্রান্সলেশন’ ফিচার। এই ফিচারটি ব্যবহার করতে চাইলে নতুন এয়ারপডস প্রো ৩ কিনতে হবে এমন নয়, কোম্পানির পুরনো কিছু মডেলেও এটি পাওয়া যাবে। তবে এর জন্য কিছু হার্ডওয়্যার ও সফটওয়্যারের শর্ত পূরণ করতে হবে।
যেসব মডেলে কাজ করবে
লাইভ ট্রান্সলেশন শুধু সেই এয়ারপডস মডেলগুলোয় কাজ করবে যেগুলোতে এইচ২ চিপ রয়েছে। এর মধ্যে আছে এয়ারপডস ৪, এয়ারপডস প্রো ২ এবং এয়ারপডস প্রো ৩। এ ছাড়া দরকার হবে এমন একটি আইফোন, যেখানে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায়। যেমন-আইফোন ১৫ প্রো, প্রো ম্যাক্স বা আইফোন ১৬ ও আইফোন ১৭ সিরিজের যেকোনো মডেল।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ফিচার চালু করতে হলে আইফোনের ‘সেটিংস’ অ্যাপে ‘অ্যাপল ইন্টিলিজেন্স’ অন করতে হবে। পাশাপাশি ‘অ্যাপল ট্রান্সলেট’ অ্যাপ ইনস্টলড থাকতে হবে কারণ পুরো প্রক্রিয়াটি এই অ্যাপের মাধ্যমে পরিচালিত হয়। সর্বশেষ ফার্মওয়্যার আপডেট এয়ারপডসে ইনস্টল আছে কি না সেটিও নিশ্চিত করতে হবে। এটি আইফোনের এয়ারপডস সেটিংয়ে গিয়ে চেক করা যাবে।
প্রথম ধাপ: ভাষা ডাউনলোড করা
লাইভ ট্রান্সলেশন ব্যবহার করার জন্য প্রথমেই প্রয়োজন ভাষা ডাউনলোড করা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবহারকারীকে নিজের ভাষা এবং অপর পক্ষের ভাষা দুটোই ডাউনলোড করতে হবে। যেমন কেও যদি স্প্যানিশ থেকে ইংরেজি অনুবাদ করতে চান, তাহলে স্প্যানিশ ও ইংরেজি দুটো ভাষার প্যাকই ডাউনলোড করতে হবে। এমনকি ফোনের সিস্টেম যদি আগেই ইংরেজিতে সেট করা থাকে তবুও।
ভ্রমণের আগে সম্ভাব্য প্রয়োজনীয় সব ভাষা ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে হঠাৎ কোনো পরিস্থিতিতে ঝামেলায় পড়তে না হয়।
একবার ডাউনলোড হয়ে গেলে আইফোনে সব কাজ অফলাইনেই সম্পন্ন হবে। এতে কথোপকথনের তথ্য থাকবে ব্যক্তিগত এবং ইন্টারনেট সংযোগ ছাড়াও ব্যবহার করা যাবে।
যেভাবে ভাষা ডাউনলোড করবেন
১. এয়ারপডস কানে দিয়ে আইফোনের সঙ্গে সংযুক্ত করুন।
২. আইফোনের ‘সেটিংস’ অ্যাপ খুলে মেইন মেনুতে থাকা এয়ারপডসের নাম ট্যাপ করুন।
৩. ‘ট্রান্সলেশন’ সেকশনে গিয়ে ‘ল্যাঙ্গুয়েজেস’ নির্বাচন করুন।
৪. সেখান থেকে পছন্দের ভাষার পাশে থাকা ডাউনলোড আইকন ট্যাপ করুন।
এই স্ক্রিনেই দেখা যাবে কোন ভাষা ডাউনলোড করা হয়েছে আর কোনগুলো ডাউনলোডের জন্য প্রস্তুত। প্রাথমিকভাবে ফিচারটি ইংরেজি, ফরাসি, জার্মান, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় কাজ করবে। তবে চলতি বছরের শেষে যোগ হবে ইতালিয়ান, জাপানি, কোরিয়ান এবং সহজ চীনা ভাষা।
অ্যাপলের নতুন লাইভ ট্রান্সলেশন ফিচার কেবল ভাষা ডাউনলোডের মধ্যেই সীমাবদ্ধ নয়। ডাউনলোড শেষে ব্যবহার শুরু করতে হলে ‘কনভারসেশন সেটআপ’ করতে হবে এবং তারপর ফিচার চালু করতে হবে। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেওয়া হলো।
দ্বিতীয় ধাপ: কনভারসেশন সেটআপ করা
ভাষাগুলো ডাউনলোড হয়ে গেলে ব্যবহারকারীকে একটি লাইভ ট্রান্সলেশন কনভারসেশন সেট করতে হবে। এর মাধ্যমে ট্রান্সলেট অ্যাপ বুঝতে পারবে কোন ভাষা শুনতে হবে এবং কোনটিতে অনুবাদ করতে হবে।
যেভাবে করবেন:
১. এয়ারপডস কানে দিয়ে আইফোনের সঙ্গে সংযুক্ত করুন।
২. নিশ্চিত করুন ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু আছে। দ্রুত চেক করতে চাইলে ‘ক্যামেরা কন্ট্রোল’ কি লং-প্রেস করুন অথবা একসাথে পাওয়ার বাটন ও ভলিউম আপ প্রেস করুন। এতে যদি ‘ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স’ ইন্টারফেস আসে তাহলে ফিচার চালু আছে।
৩. ‘ট্রান্সলেট’ অ্যাপ খুলে নিচের মেনু থেকে ‘লাইভ’ ট্যাপ করুন।
৪. অন্য ব্যক্তি কোন ভাষায় কথা বলছেন সেটি সিলেক্ট করুন।
৫. এরপর কোন ভাষায় অনুবাদ শুনতে চান, সেটিও নির্বাচন করুন।
তৃতীয় ধাপ: লাইভ ট্রান্সলেশন ব্যবহার
সব সেটআপ শেষ হলে সরাসরি লাইভ ট্রান্সলেশন সেশন শুরু করা যাবে। এটি চালু করার ভিন্ন কয়েকটি উপায় রয়েছে, যেগুলোর কিছুতে ফোনে হাত পর্যন্ত দিতে হয় না।
লাইভ ট্রান্সলেশন চালু করার উপায়:
প্রথমে ‘ট্রান্সলেট অ্যাপে গিয়ে ‘লাইভ’ সিলেক্ট করুন, ‘স্টার্ট ট্রান্সলেশন’ চাপুন। আইফোনের ‘অ্যাকশন বাটন’ সেট করুন যাতে এয়ারপডস কানে দিলেই সরাসরি ট্রান্সলেশন শুরু হয়।
একসঙ্গে দুই এয়ারপডসের স্টেম চেপে ধরুন। সিরিকে বলুন ‘সিরি, স্টার্ট লাইভ ট্রান্সলেশন’। স্ক্রিনের উপরের ডানদিক থেকে সোয়াইপ করে ‘কন্ট্রোল সেন্টার’ খুলন এরপর ট্রান্সলেট ট্যাপ করুন।
আলাপের সময় লাইভ ট্রান্সলেশন ব্যবহারের নিয়ম
১. উপরে বলে দেওয়া যে কোনো একটি পদ্ধতিতে শুরু করলে সেশন চালু হবে। যদি ‘ট্রান্সলেট’ অ্যাপ খোলা না থাকে তাহলে ‘ডায়নামিক আয়ল্যান্ড’-এ একটি আইকন ও নোটিফিকেশন দেখা যাবে। এয়ারপডসে একটি চাইম শোনা যাবে এবং সিরি জানিয়ে দেবে ট্রান্সলেশন শুরু হয়েছে।
২. অন্য ব্যক্তি কথা বললে এয়ারপডস সেটি শোনে এবং ব্যবহারকারীর নির্বাচিত ভাষায় অনুবাদ করে শোনাবে। ‘অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন’ বা এএনসি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে স্পিকার ও আশপাশের শব্দ কমিয়ে দেবে যাতে ট্রান্সলেশন স্পষ্ট শোনা যায়।
৩. কোলাহলপূর্ণ পরিবেশে চাইলে আইফোনকে যিনি কথা বলছেন তার কাছে নিয়ে যেতে পারেন এতে ফোনের মাইক্রোফোনও কাজে লাগবে।
৪. নিজের উত্তর স্বাভাবিকভাবে বলুন।
৫. ট্রান্সলেট অ্যাপের ‘লাইভ’ ট্যাবে গিয়ে অন্য ব্যক্তিকে অনুবাদ করা টেক্সট দেখাতে পারবেন। চাইলে ‘প্লে’ বাটন চাপলে আইফোন স্পিকারে অনুবাদ শোনানো যাবে।
৬. যদি অপর ব্যক্তির কাছেও কম্প্যাটিবল এয়ারপডস ও অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে এমন আইফোন থাকে তবে সেও নিজের মতো করে লাইভ ট্রান্সলেশন চালু করে উত্তর শুনতে পারবে।
৭. লাইভ ট্রান্সলেশন বন্ধ করতে চাইলে ট্রান্সলেট অ্যাপের ‘এক্স’ বাটনে চাপতে হবে।
লাইভ ট্রান্সলেশন ফিচারটি এখনও বেটা ভার্সনে আছে। যেহেতু এটি জেনারেটিভ মডেল ব্যবহার করে তাই অনুবাদ অনেক সময় ভুল, অপ্রত্যাশিত বা আপত্তিকর হতে পারে। ঠিকানা, দিকনির্দেশনা বা যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই যাচাই করে নেয়ার পরামর্শ দিয়েছে অ্যাপল।