এই নাটকটির মাধ্যমে প্রথমবারের মত জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও প্রিয়ন্তী উর্বী
সংগৃহিত
ত্রিভুজ প্রেমের গল্পে তরুণ নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন ‘এমন দিনে তারে বলা যায়’ শিরোনামের এক নাটক।
নাটকে প্রথমবারের মত জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও প্রিয়ন্তী উর্বী। আরও অভিনয় করেছেন মীর রাব্বী।
নাটকটি নিয়ে জাহিদ প্রীতম গ্লিটজকে বলেন, “দীর্ঘদিন পর আমার নির্মাণে নতুন এক নাটক আসছে। নাটকের গল্পটা অন্যরকম। কিছু গল্প আছে যা সবাইকে বলা যায়, কিন্তু প্রিয় মানুষকে বলা যায় না। আবার কিছু গল্প ভুলে যাওয়াটা মন্দ নয়। নাটকের চিত্রনাট্য এমনভাবে সাজানো হয়েছে, শেষ দৃশ্যের আগ পর্যন্ত চরিত্রদের গন্তব্য অনুমান করা যায় না। দর্শকদের পছন্দ হলেই গল্পের নামের ও গল্পের সার্থকতা হবে বলে আশা রাখছি।”
আড়াই বছর পর জাহিদ প্রীতমের সঙ্গে করেছেন তৌসিফ।
নাটকটি নিয়ে অভিনেতার ভাষ্য, “অনেকদিন পর জাহিদ প্রীতমের সঙ্গে কাজ করলাম এবং প্রথমবার প্রিয়ন্তী উর্বীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছি। গল্পটি একটি গোলকধাঁধার মত। যখন ভাববে সব বুঝে ফেলেছ, ঠিক তখনই নাটকটি একটি নতুন টুইস্ট নিয়ে আসে।”
নাটক নিয়ে আরেক অভিনেতা মীর রাব্বী বলেন, ‘এমন দিনে তারে বলা যায়’ গল্পটি জীবনের গভীরে দ্যোতনা তৈরি করে।
“এটি এমন একটি সত্য যা কবিতার মত হৃদয়ে মিশে যায়।”
নাটকে ‘কাজল চোখে ভালোবাসা’ শিরোনামের একটি গান রয়েছে। গানের কথা লিখেছেন নীল মাহবুব এবং সুর দিয়েছেন শরিফুল ইসলাম। কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব আর সংগীতায়োজন করেছেন সাউন্ড হ্যাকার।
আগামী ৩০ অক্টোবর ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘এমন দিনে তারে বলা যায়’ নাটকটি।
