থ্রেডস প্ল্যাটফর্মে মেসেজিং ফিচার আসতে দুই বছর লাগলেও গ্রুপ ডিএম-এর জন্য খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না ব্যবহারকারীদের।
হতে সংগৃহিত
আগে কেবল একজনকে ডাইরেক্ট মেসেজ বা ডিএম পাঠানো যেত থ্রেডস-এ। এখন অ্যাপটিতে গ্রুপ বানিয়ে একাধিক ফলোয়ারের সঙ্গে একইসঙ্গে চ্যাটিং করতে পারবেন ব্যবহারকারীরা।
থ্রেডস প্ল্যাটফর্মে মেসেজিং ফিচার আসতে দুই বছর লাগলেও দলবেঁধে আলাপের জন্য খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না ব্যবহারকারীদের। অ্যাপটিতে গ্রুপ চ্যাট চালু করছে মেটা, যেখানে একসঙ্গে সর্বোচ্চ ৫০ জন ফলোয়ারকে যোগ করে আলাপ করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপটির মূল কোম্পানি মেটা বলেছে, ‘খুব শিগগিরই’ এমন এক লিংক শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা, যার মাধ্যমে এতে ক্লিক করেই গ্রুপে যোগ দিতে পারবেন তাদের ফলোয়াররা। ফলে একজন একজন করে ফলোয়ার যোগের দরকার হবে না।
অন্যান্য মেসেজিং অ্যাপের মতো গ্রুপ চ্যাটের নামও পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারী, যাতে গ্রুপের নাম তাদের আলোচনার বিষয়ের সঙ্গে মানানসই হয়ে ওঠে।
গ্রুপ ডিএম চালুর পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’তে থ্রেডস-এর মেসেজিং ফিচারও চালু করছে মেটা। ফলে ব্যবহারকারী ইইউ’র কোনো দেশে থাকলে ডিএম-এর পাশাপাশি গ্রুপ ডিএম-এর সুবিধাও পাবেন।
থ্রেডস-এ আরও থাকবে মেসেজিং কন্ট্রোলস ফিচার। এ ফিচারের মাধ্যমে কে মেসেজ করতে পারবে আর কে পারবে না তা নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী। প্রাইভেসি সেটিংস ও হিডেন ফোল্ডার ফিচারও থাকবে। হিডেন ফোল্ডার ফিচারের মাধ্যমে স্প্যাম বা অপ্রয়োজনীয় বিভিন্ন মেসেজ বাদ যাবে এবং মিডিয়া ফাইল পাঠানোর সুবিধা, যেমন– ছবি বা ভিডিও পাঠানো।
এক টেস্ট গ্রুপ চ্যাটিংয়ে থ্রেডস-এর পণ্য প্রধান এমিলি ডাল্টন স্মিথ বলেছেন, এখন ‘মেটার পরবর্তী বড় অ্যাপ হতে চলেছে’ থ্রেডস, যার প্রতি মাসে ৪০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
তিনি আরও বলেছেন, শুরু থেকেই ব্যবহারকারীদের সবচেয়ে বেশি চাওয়া ফিচার ছিল মেসেজিং ফিচার। তবে এটি চালু হতে কিছুটা দেরি হয়েছে। কারণ অ্যাপের শুরুতে মেসেজিং ফিচারটি মূল অগ্রাধিকারে ছিল না।
জুলাইয়ে থ্রেডস-এ ডিএম চালুর পর থেকে মেটা আরও কিছু সুবিধা যোগ করেছে। যেমন– ছবি, ভিডিও, জিফ পাঠানোর সুবিধা, মেসেজ রিকোয়েস্ট ফোল্ডার, স্প্যাম ফোল্ডার ও এমন এক প্রাইভেসি সেটিং, যা চালু করলে ব্যবহারকারী যাদের ফলো করেন না তাদের কাছ থেকে কোনো মেসেজ রিকোয়েস্ট পাবেন না।
