ভারতের দুই ব্যাটিং গ্রেট ২০২৭ বিশ্বকাপেও থাকবেন, ধারণা অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের।
সংগৃহিত
নতুন অধ্যায়ের শুরুটা ভালো হয়নি ভিরাট কোহলি ও রোহিত শার্মার। তাদের শেষের শুরু নিয়ে আলোচনাও কম নেই। তবে ভারতের দুই ব্যাটিং গ্রেটের পথচলার শেষ সহসাই হবে না বলে মনে করেন রিকি পন্টিং। ২০২৭ বিশ্বকাপেও এই দুজনকে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।
চলতি অস্ট্রেলিয়া সফর থেকে শুরু হয়েছে ভারতের ওয়ানডে ক্রিকেটের নতুন যুগ। ২০২৭ বিশ্বকাপে তাকে অধিনায়ক করা হয়েছে শুবমান গিলকে। নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিতকে।
পুরোনো দুই সৈনিক নতুন যুগেও আপাতত আছেন দলে। তবে কতদিন থাকতে পারবেন, সেই প্রশ্ন উঠছে বারবারই। ২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০, কোহলির ৩৮। ক্যারিয়ারের যে পর্যায়ে তারা আছেন, কয়েকটি ম্যাচের ব্যর্থতা তাদের বড় প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে।
অস্ট্রেলিয়া সফরে প্রথম ওয়ানডেতেই যেমন, ব্যর্থ হয়েছেন দুজনই। সাত মাসের বেশি সময় পর ভারতের জার্সিতে ফিরে ৮ রান করে আউট হয়েছেন রোহিত, কোহলি ফিরেছেন শূন্যতে। এক ম্যাচে রান না পাওয়াতেই কিছু ঢাক গুড় গুড় শুরু হয়েছে দুজনকে নিয়ে।
তবে আইসিসি রিভিউ পডকাস্ট-এ পন্টিং বললেন, এই দুজন দ্রুতই জবাব দেবেন বলে তার ধারণা।
“চ্যাম্পিয়নদের নিয়ে কখনও শেষ কথা বলে দেওয়া যায় না। এই দুজন সর্বকালের সেরাদের মধ্যে আছে। আগেও বলেছি, ভিরাট সম্ভবত আমার দেখা সেরা ওয়ানডে ক্রিকেটার। এই মানের ক্রিকেটারদের কখনও বিবেচনার বাইরে রাখা যাবে না।”
“তারা ঠিকই দলে অবদান রাখার পথ খুঁজে নেবে এবং দলকে ম্যাচ জেতাবে। সেটা যদি করতে পারে, ২০২৭ বিশ্বকাপের দলেও তারা খুব সম্ভবত থাকবে। আমি তো মনে করি, এই দুজন খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে।”
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফেরার লড়াইয়ে নামবে ভারত। এমনিতে এই মাঠে উইকেট কথা বলে ব্যাটসম্যানদের হয়ে। তবে জশ হেইজেলউড, মিচেল স্টার্ক, ন্যাথান এলিসদের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের কাজটা সহজ হবে না বলেই মনে করেন পন্টিং।
“ব্যাটিংয়ের জন্য অ্যাডিলেইড দারুণ, ক্রিকেট খেলার জন্যই দারুণ জায়গা। তবে তাদের জন্য কাজটা সহজ হবে না এই কারণে যে, সাদা বলের ক্রিকেটের সবসময়ের সেরা কিছু বোলারদের মুখোমুখি হতে হবে তাদেরকে।”
