শারজায় এক আরব পরিবারের গাড়িচালক হারুন এখন ৬৭ কোটি টাকার মালিক।

হতে সংগৃহিত
শারজার প্রখর রোদে প্রতিদিনের মতো গাড়ির স্টিয়ারিং হাতে নিয়েছিলেন হারুন সরদার। ভাবেননি, এক টুকরো কাগজ একটি লটারির টিকেট তার জীবনের গতি এমন বদলে দেবে।
আবুধাবির আলোচিত ‘বিগ টিকেট লটারিতে’ ২০ মিলিয়ন দিরহাম, অর্থাৎ প্রায় ৬৬ কোটি ৫০ লাখ টাকা জিতে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতজুড়ে আলোচনায়।
হারুন সরদার পেশায় একজন ব্যক্তিগত গাড়িচালক। প্রায় দেড় দশক ধরে সংযুক্ত আরব আমিরাতে কাজ করছেন স্থানীয় এক আরব পরিবারের সঙ্গে। নিজের ঘাম ও পরিশ্রমে দাঁড় করিয়েছেন জীবনের স্থিতি। কিন্তু ভাগ্যের খেলায় এবার সেই স্থিতি পেল এক নতুন রূপ।
“আমিরাত সবসময় আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে,” স্থানীয় গণমাধ্যমকে বললেন হারুন। “তাই এ দেশটাকে অনেক ভালোবাসি। এখানে থেকেই আমি একটা ব্যবসা করতে চাই, চাই নিজের ভবিষ্যৎ গড়তে।”
হারুন জানান, তারা দশ বন্ধু মিলে ১ হাজার দিরহাম (প্রায় ৩৩ হাজার ২০০ টাকা) দিয়ে দুটি বিগ টিকেট কিনেছিলেন। ভাগ্যদেবী তখন নিশ্চয়ই তাদের ওপর হাসছিলেন, কারণ সেই দুটি টিকেটের সঙ্গে তারা পেয়েছিলেন আরও দুটি বোনাস টিকেট, যার একটিতেই বদলে যায় তাদের জীবন।
দলের সদস্যদের অধিকাংশই সাধারণ প্রবাসী। কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ নির্মাণশ্রমিক, কারও মাসিক আয় দেড় হাজার থেকে ৩ হাজার দিরহাম। তাদের সবার মুখে এখন একটাই প্রশ্ন, এই অর্থের সঠিক ব্যবহার কীভাবে করা যায়?
হারুন বলেন, “আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে আমরা চাই এই অর্থ বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে, যেন ভবিষ্যতে আরও আয় করতে পারি এবং নিজেদের টিকিয়ে রাখতে পারি।”
এখন তার পরিকল্পনা, আমিরাতেই একটি ব্যবসা শুরু করা এবং পরিবারকে বাংলাদেশ থেকে নিয়ে আসা। “আমি এখানে থেকে যেতে চাই। এখানেই আমার স্বপ্নের ভিত্তি গড়তে চাই,” বলেন তিনি।
হারুনের মতোই ভাগ্য হেসেছে আরও এক বাংলাদেশির ওপর। শারজায় বসবাসকারী মোহাম্মদ সাইফুল ইসলাম এবারের ড্রিম কার ড্রতে জিতেছেন একটি রেঞ্জ রোভার ভেলার, যার বাজারমূল্য বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি।
আবুধাবির বিগ টিকেট লটারির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। চলতি মাসেই ড্র হচ্ছে ২৫ মিলিয়ন দিরহামের, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৩ কোটি। আসছে ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে সেই ড্র।
এছাড়া রয়েছে ‘গোল্ড প্রাইজ’ ড্র, যেখানে ২৪ ক্যারেটের ২৫০ গ্রামের ৫টি স্বর্ণবার ও সাপ্তাহিক ই-ড্রতে দেড় লাখ দিরহাম পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ।
বাংলাদেশিদের মধ্যে বিগ টিকেট ভাগ্যবানদের তালিকা এখন বেশ দীর্ঘ। গত অগাস্টে সবুজ মিয়া, জুনে মোহাম্মদ নাসের, ফেব্রুয়ারিতে জাহাঙ্গীর আলম- তিনজনই জিতেছেন ২০ থেকে ২৫ মিলিয়ন দিরহাম পর্যন্ত।
হারুন সরদার এখন শুধু এক প্রবাসী শ্রমিক নন, প্রবাসী সাফল্যের এক নতুন প্রতীক। তার হাতে যে টিকেটটি ছিল, সেটি যেন কেবল পুরস্কারের নয়, বরং এক পরিশ্রমী জীবনের স্বপ্নপূরণ।