ওই সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ৪ সদস্যকে হত্যা এবং খোররামশহরে বোমাবর্ষণসহ একাধিক সহিংস ঘটনার দায় স্বীকার করেছিল, বলেছে ইরানি গণমাধ্যম মেহের।
হতে সংগৃহিত
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ছয় ‘জঙ্গি’ এবং এক ধর্মীয় নেতাকে হত্যার দায়ে এক কুর্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
শনিবার এদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যোগসাজশ থাকা একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের ৬ জনের মৃত্যুদণ্ড শনিবার সকালে খুজেস্তানে কার্যকর হয়েছে।
“ওই সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ৪ সদস্যকে হত্যা এবং খোররামশহরে বোমাবর্ষণসহ একাধিক সহিংস ঘটনার দায় স্বীকার করেছিল,” বলেছে তারা।
এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি মেহের; মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের নাম-পরিচয়ও বলেনি।
ধর্মীয় নেতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুর্দিকে ইরানি গণমাধ্যম ‘সন্ত্রাসী’ আখ্যা দিলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।