ট্রাম্প বলেছেন, তিনি পুতিনের সঙ্গে দেখা করতে চান আর রাশিয়ার নেতা ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চান।
Published : 07 Aug 2025, 10:13 AM
হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
ইউক্রেইন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে মস্কোর সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরও অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প; যাকে ‘দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা’ বলছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার থেকে জ্বালানি আমদানি করা চীনের ওপরও এই দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করা হতে পারে।
রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্র এই দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়ার মধ্যেই হোয়াইট হাউজের ওই কর্মকর্তা ট্রাম্প-পুতিনের আশু সাক্ষাতের সম্ভাবনার কথা জানালেন।
পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করা শেষ মার্কিন প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। ২০২১ সালের জুনে, ইউক্রেইনে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার প্রায় আট মাস আগে জেনিভায় তাদের মধ্যে বৈঠক হয়েছিল। তারপর থেকে ট্রাম্প-পুতিনের বৈঠকটি হতে পারে এ ধরনের প্রথম সাক্ষাৎ।
পুতিন ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে আর কোনো বৈঠক হয়নি আর তাদের পরস্পরের প্রতি এক অপরের অবজ্ঞা কোনো গোপন বিষয় না।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বুধবার ইউরোপীয় নেতাদের করা এক কলে ট্রাম্প বলেছেন যে তিনি পুতিনের সঙ্গে দেখা করতে চান আর তারপর রাশিয়ার নেতা ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চান।