কাস্টমস আইন এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনেরও ইংরেজি সংস্করণ শিগগিরই প্রকাশিত হবে।
সংগৃহিত
বিদেশি বিনিয়োগকারী ও করদাতাদের সুবিধার্থে আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার তা গেজেট আকারে প্রকাশ করা হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ বাতিল করে ২০২৩ সালে বাংলায় আয়কর আইন প্রণীত হয়। এরপর থেকেই আইনটির ‘অথেনটিক ইংলিশ টেক্সট’ প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন বিদেশি বিনিয়োগকারীরা।
এনবিআর বলছে, আয়কর আইনের ‘অথেনটিক ইংলিশ টেক্সট’ না থাকায় বিদেশি বিনিয়োগকারীরা আইনের সঠিক ব্যাখ্যা ও অনুশীলনের বিষয়ে সংশয়ের মধ্যে থাকতেন এবং বিভিন্ন আইনি জটিলতার মুখে পড়তেন।
এখন আইনটির ‘অথেনটিক ইংলিশ টেক্সট’ গেজেট আকারে প্রকাশের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আয়কর আইন সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা পাবেন। সেই সঙ্গে করদাতাদের আস্থা বাড়বে এবং আইন প্রয়োগের ক্ষেত্রে দ্ব্যর্থবোধকতা দূর করে স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করা সম্ভব হবে।
২০২৩ সালের কাস্টমস আইন এবং ২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনেরও ইংরেজি সংস্করণ শিগগিরই প্রকাশিত হবে বলেও জানিয়েছে এনবিআর।
সংস্থাটি বলছে, “অচিরেই এই দুটি আইনের অথেনটিক ইংলিশ টেক্সট সরকারি গেজেট আকারে প্রকাশের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীগনের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে মর্মে এনবিআর আশা করছে।”
