রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দারুণ বোলিংয়ে তিন দিনেই হারারে টেস্ট জিতল স্বাগতিকরা।
সংগৃহিত
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে একটু উন্নতি হলো আফগানিস্তানের। যদিও তা জিম্বাবুয়েকে আবার ব্যাটিংয়ে নামানোর জন্য যথেষ্ট হলো না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দারুণ বোলিংয়ে তিন দিনেই হারারে টেস্ট জিতল জিম্বাবুয়ে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র টেস্টে ইনিংস ও ৭৩ রানে জিতেছে জিম্বাবুয়ে।
একমাত্র ইনিংসে ৩৫৯ রান করে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ১২৭ রানে গুটিয়ে যাওয়া আফগানিস্তান বুধবার থামল ১৫৯ রানে।
