মামলায় দাবি, সামাজিক মাধ্যম ব্যবহার করে টিনএজাররা ক্ষতির শিকার হচ্ছে। ভবিষ্যতের একই ধরনের মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ মামলার রায়।
সংগৃহিত
সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপত্তা ও এসব প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য আসক্তিকর কি না তা নিয়ে এক গুরুত্বপূর্ণ মামলায় সাক্ষ্য দিতেই হচ্ছে মেটা সিইও মার্ক জাকারবার্গ, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি ও স্ন্যাপের সিইও ইভান স্পিগেলকে।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি বলেছে, লস অ্যাঞ্জেলেসের এক বিচারক আদেশ দিয়েছেন, আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া এই মামলায় তাদের তিনজনকেই আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে হবে।
বিচারক ক্যারোলিন বি. কুল লিখেছেন, “একজন সিইও-এর সাক্ষ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ক্ষতির বিষয়ে তার জ্ঞান ও সেই ক্ষতি এড়াতে তার যথাযথ পদক্ষেপ না নেওয়ার বিষয়টি অবহেলার প্রমাণ বা অবহেলাজনিত আচরণের অনুমোদন হিসেবেও ধরা হতে পারে।”
সিএনবিসি লিখেছে, জানুয়ারিতে শুরু হতে যাওয়া এই মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে আদালত। কারণ, বিচার প্রক্রিয়া পর্যন্ত গড়ানো এ মামলায় দাবি করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে টিনএজাররা ক্ষতির শিকার হচ্ছে। ভবিষ্যতের একই ধরনের মামলার নানা দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ মামলার রায়।
মেটা ও স্ন্যাপের আইনজীবীরা চেয়েছিলেন, যাতে এ মামলার বিচারে কোম্পানিটির সিইওদের সাক্ষ্য দেওয়া থেকে রেহাই দেওয়া হয়। মেটার আইনজীবীরা যুক্তি দিয়েছেন, জাকারবার্গ ও মোসেরির সাক্ষ্য নেওয়া হলে তা ভবিষ্যতে বিভিন্ন মামলার জন্য ‘একটি নজির তৈরি করবে’।
বর্তমানে কোম্পানিটির বিভিন্ন প্ল্যাটফর্মে কম বয়সী ব্যবহারকারীদের ক্ষতির অভিযোগে একাধিক মামলার মুখে পড়েছে মেটা। তবে এ বিষয়ে এনগ্যাজেটের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।
মেটার পাশাপাশি বর্তমানে নিরাপত্তা নিয়ে একাধিক মামলার মুখে রয়েছে ছবি ও ভিডিও শেয়ার প্লাটফর্ম স্ন্যাপও।
এক বিবৃতিতে স্ন্যাপের আইনজীবীরা বলেছেন, ‘বিচারকের এই আদেশ মানেই মামলার বাদীদের অভিযোগ সঠিক এমনটা প্রমাণ করে না’।
তারা বলেছেন, “আমরা এমন সুযোগের অপেক্ষায় রয়েছি, যেখানে আমরা প্রমাণ করতে পারব বাদীদের স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ বাস্তবতা ও আইন– উভয় দিক দিয়েই ভুল।”
