অ্যাপল এরইমধ্যে এই তিনটি ডিভাইসের ওএলইডি সংস্করণ পরীক্ষা করছে। ম্যাক ও আইপ্যাডের বিক্রি বাড়াতে এই প্রযুক্তি যুক্ত করতে পারে কোম্পানিটি।
সংগৃহিত
আইপ্যাড এয়ার, আইপ্যাড মিনি এবং ম্যাকবুক এয়ারে ওএলইডি ডিসপ্লে যুক্ত করার পরিকল্পনা করছে অ্যাপল এমন আভাস মিলেছে।
ওএলইডি প্রযুক্তি বর্তমান এলসিডি ডিসপ্লের তুলনায় গভীর কালো রং ও উন্নত কনট্রাস্ট দেয়। ফলে ভিডিও দেখা, কনটেন্ট তৈরি বা বিনোদনের জন্য আরও ভালো ভিজুয়াল অভিজ্ঞতা দিতে পারে। তবে এই প্রযুক্তি ব্যয়বহুল হওয়ায় ভবিষ্যতে মডেলগুলোর দাম বাড়তে পারে।
ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের এক প্রতিবেদনে উল্লেখ রয়েছে, অ্যাপল এরইমধ্যে এই তিনটি ডিভাইসের ওএলইডি সংস্করণ পরীক্ষা করছে। সাধারণত এই ডিসপ্লে প্রযুক্তি উচ্চমানের পিসি ও ট্যাবলেটে ব্যবহার করা হয়। বর্তমানে আইফোন ছাড়া অ্যাপলের আইপ্যাড প্রো সিরিজেই শুধু ওএলইডি ডিসপ্লে আছে।
ধারণা করা হচ্ছে, ম্যাক ও আইপ্যাডের বিক্রি বাড়াতে এই প্রযুক্তি যুক্ত করতে পারে কোম্পানিটি। এতে ক্রেতাদের নতুন ডিভাইসে আপগ্রেড করার বাড়তি আগ্রহ তৈরি হয়।
গারম্যানের তথ্য মতে, প্রথম ওএলইডি ডিভাইস হিসেবে বাজারে আসতে পারে আইপ্যাড মিনি। ডিভাইসটি আগামী বছর উন্মোচিত হওয়ার সম্ভাবনা আছে। নতুন এই মডেলের কোডনেম ‘জে৫১০’ এবং এতে ওএলইডি স্ক্রিন ও পানি নিরোধী ডিজাইন যুক্ত হবে। ফলে এর দাম বর্তমান সংস্করণের চেয়ে প্রায় একশ ডলার বেশি হতে পারে।
এরপর আইপ্যাড এয়ার এবং ম্যাকবুক এয়ার-এ ওএলইডি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ম্যাকবুক এয়ারের ওএলইডি সংস্করণ সম্ভবত ২০২৮ সালে বাজারে আসতে পারে।
এর আগে চলতি মাসেই মার্ক গারম্যান ও অপর বিখ্যাত অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও বলেছিলেন, ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে ওএলইডি টাচস্ক্রিনসহ ম্যাকবুক প্রো উন্মোচন করতে পারে অ্যাপল। যদিও স্টিভ জবস একসময় টাচস্ক্রিন ল্যাপটপের বিরোধিতা করেছিলেন তাই ম্যাকবুক এয়ারে টাচস্ক্রিন যুক্ত হবে কি না তা এখনও স্পষ্ট নয়।
ওএলইডি ডিসপ্লের আরেকটি সুবিধা হলো এগুলো এলসিডির তুলনায় ওজনে হালকা। এর কারণ এতে আলাদা ব্যাকলাইটের প্রয়োজন হয় না। তবে উজ্জ্বলতা তুলনামূলক কম। অ্যাপলের বর্তমান ম্যাকবুক প্রো মডেলগুলোতে মিনিএলইডি প্রযুক্তি ব্যবহার করা হয় ফলে বেশি উজ্জ্বলতা দেয় কিন্তু কনট্রাস্টে ওএলইডির মতো নয়।
তবে এসব তথ্য এখনও আনুষ্ঠানিক নয়, তাই ভবিষ্যতে অ্যাপলের পরিকল্পনায় পরিবর্তন থাকতে পারে।
